কখনো রোদ কখনো বৃষ্টি,অজানা জ্বরের প্রকোপ বাড়ছে শিশুদের মধ্যেও!

কখনো রোদ কখনো বৃষ্টি,অজানা জ্বরের প্রকোপ বাড়ছে শিশুদের মধ্যেও!


ঈশিতা সাহা : জ্বর হলেই ভয় করোনা আক্রান্তের। ফলে সাধারণ সর্দি-কাশি তেও করোনা টেস্ট করতে হচ্ছে রোগীদের। আলিপুরদুয়ার জেলাজুড়ে ছড়াচ্ছে  এই অজানা জ্বর। সম্ভবত মরশুম বদলের কারণেই দিনের পর দিন বাড়ছে রোগীর সংখ্যা। দুদিন ধরেই অবিরাম বৃষ্টি হচ্ছে শহরে আবার হঠাৎ দেখা মেলে চড়া রোদের। চিকিৎসকদের অভিমত,আবহাওয়ার এই পরিস্থিতির জন্যেই জ্বরে ভুগতে হচ্ছে বয়স্ক থেকে শিশুদের কেউ।গত এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে স্বাস্থ্য দপ্তরে।

৮ জুলাই জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৩৫ জন

৯ জুলাই ৩১০ জন

১০ জুলাই ৩৮৮জন

১৩ জুলাই  ফের ৫০০ জনের বেশী এই জ্বরের উপসর্গ নিয়ে আসেন

১৪ জুলাই সংখ্যা বেড়ে ১,৩০০ জন

কখনো রোদ কখনো বৃষ্টি,অজানা জ্বরের প্রকোপ বাড়ছে শিশুদের মধ্যেও!
জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন বলেন,'তাপমাত্রা হেরফেরে এখন এই ধরনের জ্বর আসছে। আমরা বেশিরভাগ লোক কেই করোনা টেস্ট করাচ্ছি। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার'। বর্ষার সময় এই ধরনের সর্দি কাশি জ্বর হওয়াটা স্বাভাবিক। তবে এই জ্বর ভাইরাসঘটিত বলে চিকিৎসকরা জানান।

জেলা হাসপাতাল সূত্রে খবর, করোনা পর্বের আগে প্রায় রোজ দেড় হাজার রোগী আউটডোরে আসতেন। এরপর করোনা আবহে সেই সংখ্যায় অনেকটাই নেমে যায়। এখন পরিস্থিতি সামাল হলে ফের ভিড় বাড়তে থাকে হাসপাতলে।



Post a Comment

Previous Post Next Post