তাহলে কি সংক্রমণ বাড়িয়ে দিচ্ছেন পর্যটকরা?

তাহলে কি সংক্রমণ বাড়িয়ে দিচ্ছেন পর্যটকরা??

রিয়া গিরি : ইতিমধ্যেই পূর্ণ লকডাউন উঠতে না উঠতেই, পাহাড় খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। পাহাড়ে ভিড় জমিয়েছে পর্যটকরা, কিন্তু বিশেষজ্ঞদের দাবি পর্যটকরা সংক্রমণ আরো বাড়িয়ে দিচ্ছে।  দার্জিলিং শহরে মোট কোভিড আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটকরা।

মঙ্গলবার দার্জিলিং জেলায় কোভিড ধরা পড়েছিল ৬৪ জনের, সেটা বুধবার বেড়ে হয়েছে ৭১ জন। তাদের মধ্যে ৫২ জন সমতলের বাসিন্দা অর্থাৎ পর্যটক। এই ব্যাপারটি সামনে আসতেই দার্জিলিং শহরে সংক্রমণ যে দিন দিন বাড়তে চলেছে তা নিয়ে অনেকেই নিশ্চিত।

এই জায়গাগুলি ছাড়াও শিলিগুড়িতে ২৮ জন কোভিড এ আক্রান্ত হয়েছেন, এছাড়াও মাটিগারায় ১৫ জন, সুকনায় ৩ ও নকশালবাড়িতে ৩ জন কোভিড আক্রান্ত হয়েছেন। পর্যটকদের জন্যই যে সংক্রমণ ছড়াচ্ছে তা নিয়ে অমত প্রকাশ করেছেন জেলা স্বাস্থ্য দপ্তর। কারন  বলা হয়েছে,পর্যটকরা  যেসব জায়গায় জাননা, সে জায়গাতেও আক্রান্তের খোঁজ মিলেছে। অতএব পর্যটকদের জন্য যে সংক্রমণ ছড়াচ্ছে এ ব্যাপারটা সম্পূর্ণ রূপে সত্যি নয়। শুধুমাত্র পর্যটকদের ওপর দোষ চাপানো হলে চলবে না, ইতিমধ্যে দার্জিলিং শহরের দোকানপাট, বাজারহাট সবকিছুতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি কোনো রাজনৈতিক প্রতিবাদ ও বিক্ষোভের মিছিলেও লোকের ঘাটতি নেই । পর্যটন ব্যবসার ওপরে নির্ভর করে থাকা মানুষেরা যদিও পর্যটকদের সম্পূর্ণরূপে আহ্বান জানিয়েছেন শহরে। সকলের মধ্যে জনসচেতনতা জারি করার জন্য  প্রচার শুরু করা হয়েছে।



Post a Comment

Previous Post Next Post