সমীর দাস : বুধবার বাগডোগরা এলাকায় তিনটি বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরপর ফের তিনটি চুরির ঘটনাইয় আলোড়িত গোটা এলাকা। করোনার মহামারীর প্রথম পর্যায়ে লকডাউন হওয়ার পর থেকে শিলিগুড়ি শহর ও আশেপাশের অঞ্চলে চুরির ঘটনা বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, শিলিগুড়ি শহর ও আশেপাশের অঞ্চলে চোররা পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চুরি চালাচ্ছে।
জানা গিয়েছে, গতকাল বাগডোগরার ভূজিয়াপানি এলাকায় দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ি থেকে গহনা, নগদ অর্থ ও গৃহস্থালীর জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। আরসিদা খাতুন নামে এক বাড়ির মালিক বলেন, ছোট ছেলের সাথে বাগডোগরা বাজার করতে গিয়েছিলেন, বাজার করার পরে প্রায় আড়াইটা পরে বাড়িতে ফিরে আসেন। বাড়িটি ফিরে দেখেন সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং প্রায় নয় হাজার টাকা নিখোঁজ রয়েছে। এছাড়াও প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গিয়েছে।
অন্যদিকে, বাগডোগরার বিবেকানন্দ পল্লীতে গুরুদ্বারের কাছে জয়ন্ত দে নামে এক সমাজকর্মীর বাড়িতেও দিবালোক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সমাজকর্মী জয়ন্ত দে’র মাকে একটি খুঁটিতে বেঁধে এই ঘটনাটি করেছে। ডাকাতরা জয়ন্ত দে’র বাড়ি থেকে স্বর্ণ ও রূপার গহনা এবং কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে। খবর পাওয়ার সাথে সাথে বাগডোগরা থানার পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং গোয়েন্দা বিভাগের অনেক কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।