ঈশিতা সাহা : মাঝরাতে হানা গজরাজের, এক, দুই নয় পুরো কুড়ি কেজি চাল লুঠ করে দিল দৌড়। ঘটনাটি মঙ্গলবার ভোররাতে বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানের। প্রায়শই হাতির আগমন হয় চা বাগানের পাকা লাইনে। এবারও এসে ৩ টি পরিবারের ৫ টি ঘর গুড়িয়ে ভেঙ্গে দেয়।
বাগানে ওই পরিবার গুলির মধে কৃতিমা ওরাও, জাকি ওরাও - এর ঘর এবং রান্না ঘর ভেঙ্গে দেয় হাতির দল। কৃতিমা বলেন, 'বেড়া ভেঙ্গে ঘরের ভিতর দেহের অর্ধেকটা ঢুকিয়ে দেয় দাঁতাল'। তারপর ডেকচি ভরা রেশনের ২০ কেজি চাল শুরে পেঁচিয়ে বনের মধ্যে ঢুকে যায়। ঢিল ছুড়ে পিছু নিয়েও উদ্ধার করা যায়নি ডেকচি।
আরেক পরিবারের প্রেম টিজ্ঞার ঘর ভাঙতে শুরু করলে প্রেম পাথর ছুড়তে বাধ্য হয়। প্রেম বলেন, 'আমি বারান্দায় ঘুমিয়ে ছিলাম। আওয়াজ শুনে হঠাৎ করে ঘুম ভাঙতেই দেখি বিশাল হাতি আমার ঘর ভাঙছে। ঘরে আমার স্ত্রী সন্তান, মা ,বোন , ভাগ্নি সহ ৮ জন সদস্য থাকে। বাধ্য হয়েই ঢিল ছুড়তে থাকি ততক্ষনে চালের ডেকচি নিয়ে বনের মধ্যে ঢুকে যায় ওরা'।
দলগাঁও -এর রেঞ্জার দোরজি শেরপার জানান,'হাতির হানা রুখতে লাগাতার টহলদারি পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে'।