শ্রমণ দে : মেন ইন ব্লুজের তরুণদের পারফরমেন্সে হতাশ বীরেন্দ্র সেহওয়াগ। ধাওয়ানদের ব্যাটিং মন জয় করতে পারলনা বীরেন্দ্র সেহওয়াগের। ভারতের তরুণ ব্যাটসম্যানদের পারফরমেন্সে খুশি নন বীরু। বৃহস্পতিবারের ম্যাচ তো তাকে আরও বেশি হতাশ করেছে। এমনটাই জানালেন ভারতের প্রাক্তন ওপেনার।
রাজনীতি ছাড়লেন বাবুল, ফেসবুকে লিখলেন 'চললাম আলভিদা'
তাঁর মতে, ভারতের পাঁচ ব্যাটসম্যানের কাছে ছিল নিজেকে প্রমাণ করার জায়গা। বিশেষ করে তরুণদের কাছে এটা ছিল সূবর্ণ সুযোগ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ভারতীয় দলের তরুণরা। এমনটাই মনে করেন বীরু। তবে শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া দেবদূত পাডিক্কালকে নিয়ে আশায় বুক বাঁধছেন সেহওয়াগ।
মাওবাদীদের দখলে স্টেশন, বদ্ধ ট্রেন চলাচল
বীরু জানান, ‘এই ম্যাচে একমাত্র ইতিবাচক দিক ছিল যে তারা তাদের সর্বনিম্ন স্কোরকে বাঁচানোর জন্য লড়াই করেছেন। তবে আমি কোনও অসাধারণ বোলিং দেখতে পেলাম না। তিনজন খেলোয়াড় স্পিনারদের বলে LBW হলেন, যা আমরা খুব কমই দেখতে পাই।
যদি আপনার পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে তিনজন লেগ বিফোর হয়, তাহলে এটি অসুবিধার সৃষ্টি করে থাকে। আমি ভেবেছিলাম নীতীশ রানা সেই ব্যাটসম্যান যিনি হয়তো পঞ্চাশ রান করতে পারবেন, তাহলেই ভারত সম্মানজনক রান তুলতে পারত, কিন্তু সে তার সুযোগটি হাতছাড়া করল।’
সেহওয়াগ আরও জানান, ‘আমি বলব এটা ভারতের দিন ছিল না, এবং অবশ্যই সিরিজটিও ভারতের পক্ষে ছিলনা, যেখান থেকে একটা ম্যাচে জয় এসেছিল।’ বীরেন্দ্র সেহওয়াগ আশা করেছিলেন সিরিজের শেষ ম্যাচে অন্তত ১৩০ থেকে ১৩৫ রান তুলবে ভারত।
কিন্তু সেটা না হওয়ায় হতাশ হয়ে যান ভারতের প্রাক্তন ওপেনার। তিনি বলেন, ‘আমি জানি এটি একটি নতুন উইকেট ছিল কিন্তু তবুও আমি ভেবেছিলাম ভারত কমপক্ষে ১৩০-১৩৫ করবে, কিন্তু আমি ভাবিনি যে তারা মাত্র ৮০ তুলবে।’