মন্ত্রীর সঙ্গে সেলফি তুললেই দিতে হবে 'সেলফি শুল্ক'

মন্ত্রীর সঙ্গে সেলফি তুললেই দিতে হবে'সেলফি শুল্ক'

রিয়া গিরি : মধ্যপ্রদেশে শুরু হলো 'সেলফি শুল্ক'। মধ্যপ্রদেশের মন্ত্রীদের সঙ্গে সেলফি তুললেই দিতে হবে ১০০ টাকা। বাজারে যখন সব জিনিসই অগ্নিমূল্য, সেখানে দাঁড়িয়ে বিজেপির মন্ত্রীরা নয়া আমদানি শুল্ক চালু করেছে এমনটাই দাবি করলেন বিরোধী দল নেতারা।

এই প্রথা চালু করেছেন, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী উষা ঠাকুর। যদিও এ টাকা তার নিজের ব্যাংক একাউন্টে যাবেনা, ব্যবহার হবে দলীয় সংগঠনের নানা কাজে। কথাটি অনেকের কাছে হাস্যরসে পরিণত হয়েছে, আবার কেউ কেউ বলেছেন এমন প্রস্তাব আগে করা উচিত ছিল। তিনি জানান সেলফি তুলতে গিয়ে অনেক সময় নষ্ট হয় মন্ত্রীদের, অনেক সময় সেলফির চক্করে তাদের কাজে দেরী হয়ে যায়। তাই তাদের দলে তরফ থেকে ঠিক করা হয়েছে,  দলীয় নেতাকর্মী তার সাথে সেলফি তুললে তাকে ১০০ টাকা দিতে হবে।

মন্ত্রীর সঙ্গে সেলফি তুললেই দিতে হবে'সেলফি শুল্ক'

মন্ত্রীর এই নয়া প্রস্তাবে জল্পনা শুরু হয়েছে বিরোধী সমর্থকদের মধ্যে। যেখানে বাজারে সব জিনিসের দাম অগ্নিমূল্য সেখানে এমন প্রস্তাব কিছুতেই মেনে নিচ্ছেন না বিরোধী দল নেতারা।যদিও তিনি জানিয়েছেন ,এই প্রথা তিনি আগে শুরু করেননি। এর আগে ২০১৫ সালে মধ্যপ্রদেশের মন্ত্রী কুমার বিজয় সাহা সেলফি তোলার অনুদান চেয়ে ছিলেন ১০ টাকা। তাই তারই পথ অনুসরণ করে, তিনিও এমনটি ঘোষণা করলেন। এছাড়াও তিনি আরজি করেছেন তাকে যেন কেউ ফুলের তোড়া না দেয়, তার বদলে উপহার হিসেবে বই পেলে তিনি বেশি খুশি হবেন।

মন্ত্রীর সঙ্গে সেলফি তুললেই দিতে হবে'সেলফি শুল্ক'


Post a Comment

Previous Post Next Post