'যম' রূপের মাধ্যমিক; এখন হাসির খোরাক ‘গোপাল ভাড়’ !

Secondary-to-the-form-of-yam-Now-the-food-of-laughter-is-Gopal-Bhar

ঈশিতা সাহা : জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় হল মাধ্যমিক। প্রথমবার নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবার মত ভয় পরীক্ষার্থীদের কাবু করে রাখত। কিন্তু করোনাকালে বারবার রদবদল এখন সেই ভয়কে  একেবারে মারিয়ে গেছে।প্রতিবারের থেকে এবারে মূল্যায়ন পদ্ধতি ছিল বিশেষ ভিত্তিতে। তাই মূল্যায়নের ফলও বেরিয়েছে একেবারে রেকর্ড গড়ার মতো।

একশোতে একশো শতাংশই পাস। তবে পরীক্ষা বাতিল বলেই এবার কোন মেধা তালিকা প্রকাশ করা হয়নি শিক্ষা পর্ষদ থেকে। সর্বোচ্চ নম্বর পেয়েছে মোট ৭৯ জন শিক্ষার্থী। এরা সকলেই ৬৯৭ নম্বর পেয়ে পাশ করেছে যা কিনা পূর্ণমানের চেয়ে ৩ সংখ্যা কম। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দের মধ্যে ২৩ জন পরীক্ষার্থী শুধু উত্তরবঙ্গ থেকেই বেরিয়েছে। যার মধ্যে মালদা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরের নাম উঠে এসেছে।

সমীক্ষা অনুযায়ী, বিগত কয়েক বছর ধরে মাধ্যমিকে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেকটা বেশি ।এই বছর সেই ব্যবধান হয়েছে দেড় লক্ষের কাছাকাছি। বিষয়টিকে শিক্ষা ভবন ভাল নজরেই দেখছে, কন্যাশ্রী প্রকল্পের দ্বারা এমনটা সম্ভব হলে জানানো হয়।

মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন,"এবছর মাধ্যমিকের জন্য ফর্ম পূরণ করেছিল ১০,৭৯,৭৪৯জন। গত বছর মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। এবার ১০০% পাশ করেছে। সর্বোচ্চ নম্বর উঠেছে ৬৯৭। সেই নম্বর পেয়েছে ৭৯ জন।"এখনো পর্যন্ত ১৩৭ জনের ফল বেরোয়নি।

কিন্তু এবারে পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সেই উৎসাহ আর দেখা যায়নি। অকৃতকার্য বলে যেমন কারো মন খারাপ হয়নি; তেমনই রেকর্ড গড়ে তোলার মতো নম্বর পেয়ে কেউ আনন্দ-উচ্ছ্বাসও প্রকাশ করেনি। মঙ্গলবার ২০২১ সালের মাধ্যমিকের ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ এর পক্ষ থেকে। এদিন সকাল ন'টায় পর্ষদের সভাপতি সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল প্রকাশ করেন। কিন্তু রেজাল্টের আনন্দ বা ভয় কোনটাই দেখা যায়নি স্কুলগুলিতে। ক্যাফে গুলিতে এবার ভিড়ও জমেনি।

পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটের মাধ্যমে জানিয়েছেন, 'যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন'।


Secondary-to-the-form-of-yam-Now-the-food-of-laughter-is-Gopal-Bhar


Post a Comment

Previous Post Next Post