অম্লিতা দাস : মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ হবে সকাল ৯টা থেকে। আর সকাল ১০টা থেকেই পড়ুয়ারা নির্দিষ্ট ওয়েবসাইটে তাদের ফলাফল জানতে পারবে।
শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত
বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগেই জানানো হয়েছিল ২২শে জুলাই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তার দুইদিন আগে অর্থাৎ ২০ জুলাই
হবে মাধ্যমিকের ফল প্রকাশ।
এই বার ১১লক্ষেরও বেশি
মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা হওয়ার কথা ছিল। করোনাকালে আগেই বাতিল হয়েছে মাধ্যমিক
ও উচ্চমাধ্যমিক। মূল্যায়নের ওপর ভিত্তি করেই হবে এই ফলপ্রকাশ। নির্দিষ্ট দিনে মধ্যশিক্ষা
পর্ষদের সভাপতি আনুষ্ঠানিক ভাবে ৯টায় ফলপ্রকাশ করবেন এবং তার পর ১০ টা থেকে ছাত্রছাত্রীরা
তাদের নম্বর দেখতে পাবে https://wbresults.nic.in , www.exametic.com ও www.wbse.wb.gov.in ওয়েবসাইটে।
অতিমারীর এই সময় পরীক্ষা বাতিল হওয়ায় পড়ুয়ারা অ্যাডমিট কার্ড পায়নি। তাই রেজাল্ট জানতে ব্যবহার করা হবে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ।রেজাল্টের দিনেই ৪৯টি কেন্দ্রে মার্কশিট ও অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছেন, করোনাকালে ছাত্র ছাত্রীরা মার্কশিট ও অ্যাডমিট কার্ড নিতে পারবেন না। করোনা বিধি মেনে তাদের অভিভাবকরা সেগুলি সংগ্রহ করবেন।