ঈশিতা সাহা : বিগত বছরে যে ক্ষয়ক্ষতির মুখ দেখতে হচ্ছে কলকাতাসহ একাধিক জায়গা গুলির তার একমাত্র সুরক্ষা কবচ ম্যানগ্রোভ অরণ্য। কিন্তু ঝড়ের তান্ডব সামলাতে গিয়ে সেই ম্যানগ্রোভ বাদাবদনও বিধ্বস্ত হচ্ছে দিনের পর দিন। ভবিষ্যতের কথা মাথায় রেখেই প্রকৃতি ও জনজীবনের সুরক্ষার্থে চলতি বছরে সাড়ে সাত কোটি ম্যানগ্রোভ রোপণের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
রক্তদান; কর্কট রোগ থেকেও মিলবে মুক্তি
সোমবার অর্থাৎ আজ বিশ্ব ম্যানগ্রোভ সংরক্ষণ দিবস। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি আর্থিক বছরে ২,১৫২ হেক্টর জমিতে নতুন করে চারা রোপণ এর কাজ শুরু হবে। পাশাপাশি পুরনো ২,৫০০ হেক্টর জমিতে ফের নতুন করে লাগানো হবে ম্যানগ্রোভ। এই জমিতে গত বছরও ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়েছিল কিন্তু বিগত প্রাকৃতিক দুর্যোগ ও ঝড় বৃষ্টির কারণে তা একেবারে নষ্ট হয়ে যায়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য কলকাতাকে ঝড় বৃষ্টির দাপট থেকে অনেকটাই রক্ষা করে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই কর্তব্য সুন্দরবনকে রক্ষা করা।
ম্যানগ্রোভ লাগানোর কাজে চলতি বছরে প্রায় ১০ লক্ষ শ্রমদিবস তৈরি হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। যা বিগত বছরের তুলনায় অনেকটাই বেশি। গতবছর ৫ কটি ম্যানগ্রোভ লাগানোর জন্য প্রায় সাড়ে ছয় লাখ শ্রমদিবস সৃষ্টি হয়েছিল। জেলা প্রশাসন কর্তাদের দাবি, এই কর্মসূচি দাঁড়া গ্রামবাসীদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ বাড়বে। বর্তমানে এই কাজের সঙ্গে প্রায় ৩০ হাজার পরিবার সহ এক লক্ষ সংখ্যায় মহিলা নিযুক্ত করা হবে।
শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক এর বিরুদ্ধে এফআইআর
এই
মুহূর্তে ৮৮ টি ম্যানগ্রোভ নার্সারিতে ১ লক্ষ ২০ হাজার চারা তৈরি করা হচ্ছে। সেই চারা সুন্দরবনের দশটি ব্লকে রোপন করা হবে। আজ কর্মদিবসের মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে নামখানা ব্লকে। বিষয়টি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ম্যানগ্রোভ রোপন এবং বিশেষ ধরনের ঘাস দিয়ে নদী বাঁধ তৈরিতে জোর দিয়েছেন।