বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি সতর্কতা

 


অম্লিতা দাস: মেঘে ঢেকে আছে শহরের আকাশ শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা জানালেন আলিপুর আবহাওয়া দফতর গত দুদিনের মত ভারী বৃষ্টিপাত না হলেও বজ্রবিদ্যুৎ  সহ হালকা বৃষ্টির সম্ভবনা দিলেন আবহাওয়া দফতর

যেকোনো সময় হালকা বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতায় এই সম্ভাবনা থেকে বাদ পড়ছেনা রাজ্যের বাকি জেলাগুলি সেখানেও বৃষ্টির সম্ভবনা আছে উত্তরবঙ্গে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতরের এক অধিকর্তা জানান, রাজ্যের উত্তরে ৭২ ঘন্টার মধ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৃষ্টিপাত হলেও তা বুধবারের মত অতিভারী বৃষ্টি হবেনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা তিস্তা নদীর অসংরক্ষিত অঞ্চলে জারি করা হয়েছে লাল সতর্কতা অন্যদিকে দক্ষিণবঙ্গে সাময়িকভাবে কমবে তাপমাত্রা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা জানিয়েছেন আবহাওয়া দফতর

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি বৃহস্পতিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি কম অর্থাৎ ৩১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি বজ্রপাতের সতর্কতা সহ পুরো সপ্তাহ জুড়েই রয়েছে বৃষ্টির পূর্বাভাস উত্তর দক্ষিণ ২৪ পরগণায় এবং হাওড়ায় বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছিল বৃষ্টি বজ্রপাতের সতর্কতাও জারি হয় বঙ্গে

রাজ্যে সম্পূর্ণ ভাবে বর্ষা না এলে কমবে না তাপমাত্রা বৃষ্টির ক্ষণিক আগমনে সাময়িকভাবে তাপমাত্রার উত্থান-পতন চলছে

Post a Comment

Previous Post Next Post