ডেপুটেশন দেওয়া নিয়ে সরগরম পঞ্চায়েত

Sargaram-panchayat-with-deputation

সার্বভৌম সমাচার : সোমবার সকাল থেকেই পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের পঞ্চায়েত দপ্তরের দরজায় তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের জনাছয়েক পঞ্চায়েত সদস্যসহ ভাবুক অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, ১০ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিতে এসেছিল পঞ্চায়েত দপ্তরে, কিন্তু তাদের ডেপুটেশন নিতে অস্বীকার করেন বিজেপি পরিচালিত ভাবুক অঞ্চল প্রধান। এরপর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পঞ্চায়েত দপ্তরের প্রধান দরজায় তালা ঝুলিয়ে অবস্থান-বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।

ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত দপ্তরের ছুটে আসে মালদা থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের দাবি, এই অঞ্চলে বিরোধীদের কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং নিজেদের লোকদেরকে কাজের বরাত পাইয়ে দেওয়া হচ্ছে। এমনকি এলাকায় রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা থাকলেও কোনো সুরাহা হচ্ছে না, তাই বাধ্য হয়ে আমরা এই পথ অবলম্বন করতে বাধ্য হয়েছি।

ভাবুক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক সরকার জানান, আমরা আমাদের কোনো দাবিদাওয়া অঞ্চলে দিতে আসলে বিজেপি পরিচালিত অঞ্চল প্রধান লক্ষীরাম হাঁসদা পাত্তা দেন না, তাই বাধ্য হয়ে আজকে আমরা এই আন্দোলনে বসেছি।

অন্যদিকে ভাবুক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভুনাথ দুবে বলেন, মানুষের পরিষেবাকে বন্ধ করে তৃণমূল যে আনন্দ করেছে তা পুরোপুরি অনৈতিক। তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে সেটা পুরোপুরি ভিত্তিহীন। কারণ, তৃণমূলের 70% লোকেরাই এই অঞ্চলে কাজ করছে। ভাবুক অঞ্চলের বিজেপি নেতা চম্পাই বেশরা জানান, তৃণমূল শান্ত পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করছে এতে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post