ঈশিতা সাহা : সম্প্রতি স্টেট ব্যাঙ্ক- এর পক্ষ থেকে গ্রাহকদের সুবিধার্থে ও সুরক্ষাতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শীঘ্রই গ্রাহকদের প্যান ও আধার লিংক করাতে হবে। লিঙ্ক এর শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।উল্লেখিত সময়ের মধ্যে লিঙ্ক না করলে বন্ধ হয়ে যাবে এসবিআই এর পক্ষ থেকে সমস্ত পরিষেবা ও একাউন্ট।
বিস্তারিত নিয়ম বিধি সম্পর্কে এস বি আই এর অফিশিয়াল ওয়েবসাইটেও
বিজ্ঞপ্তি জারি হয়েছে।পাশাপাশি এও জানানো হয়েছে, লিংক এর সময়সীমা পার হয়ে গেলে
বন্ধ হয়ে যেতে পারে প্যান কার্ডও।
স্টেট ব্যাংক থেকে নোটিশে জানানো হয়েছে, আধার কার্ডের সঙ্গে
প্যান কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক। সে ক্ষেত্রে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন
গ্রাহকরা। পাশাপাশি কেওয়াইসি না করলেও সাসপেন্ড করে দেয়া হবে একাউন্ট। এক্ষেত্রে
একাউন্টের জমানো টাকা ফ্রিজ হয়ে যাবে। ফলে কোনরকম অসুবিধায় একাউন্ট থেকে টাকা তোলা
যাবে না। আবার কোনরকম সাবসিডিও মিলবে না।
পাশাপাশি ওয়েবসাইটে স্পষ্ট বলা হয়েছে, যে কোন আর্থিক লেনদেনের
ক্ষেত্রে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। বিষয়টির ওপর জোর দিতেই এবার ডেডলাইন ঠিক করে
দিয়েছে ব্যাংক। আধারের সাথে প্যান কার্ডের লিঙ্ক দুই ভাবে করা যেতে পারে। প্রথমত
,এসএমএসের মাধ্যমে অদ্বিতীয়ত, ইনকাম ট্যাক্স এর ওয়েবসাইটে গিয়ে সহজেই লিংকটি করা
যেতে পারে।
আধার প্যান কার্ডের লিঙ্ক- এর ফলে তাড়াতাড়ি রিফান্ডের সুবিধাও আছে বলে জানানো হয়েছে এক্ষেত্রে এসবিআই থেকে বারবার এই লিংকটি করার পরামর্শ দেওয়া হচ্ছে।