কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ রদবদল, প্রায় চূড়ান্ত নাম শান্তনু ঠাকুর ও নিশীথ প্রামাণিকের

বুধবার বিকেলেই কেন্ত্রীয় মন্ত্রীসভার রদবদল। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যাদের কেন্দ্রীয় মন্ত্রী করা হবে তাদের ফোন করে ডেকে নেওয়া হয়েছিল বলে জানা গেছে, উপস্থিত হয়েছেন সেই সংসদরা। বুধ বা বৃহস্পতিবারই নতুন মন্ত্রীদের শপথগ্রহণ হতে পারে। গত ৪৮ ঘন্টায় বাংলা থেকে কারা ডাক পেলেন সেই নিয়ে চলছিল জল্পনা। সম্ভাবনার তালিকায় সংসদ শান্তনু ঠাকুরের নাম উঠে আসতেই শুরু হয়েছে সমালোচনা। মতুয়া সম্প্রদায়ের নেতা হিসেবে পরিচিত সংসদ শান্তনু ঠাকুর। ১৯ এর লোকসভা ভোটে বিজেপির টিকিট পেয়ে সংসদ হয়েছিলেন তিনি এবং মতুয়া সম্প্রদায় থেকে লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটও পেয়েছিল বিজেপি। মূলত মতুয়াদের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছে তা দূর করার চেষ্টা করানোর জন্যেই এমন সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় বিজেপি। বিজেপি সুত্র খবর, শান্তনু ঠাকুরকে কেন্ত্রীয় মন্ত্রী করা হতে পারে। তবে পূর্ণ মন্ত্রী না প্রতিমন্ত্রী করা হবে সে ব্যাপারে নিশ্চিত এখনো কিছু জানা যায়নি।  শান্তনু ঠাকুর মন্ত্রী হবার সম্ভাবনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন সংসদ মমতা বালা ঠাকুর বলেন,  “মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা শান্তনু  ঠাকুর মেটাতে পারেনি, তিনি যদি সংসদের চেয়ারে বসে কাজ না করতে পারে তবে কেন্ত্রীয় মন্ত্রী হয়ে কি করবেন। ব্যাক্তিগত ভাবে হয়তো লাভ হবে শান্তনুর, তবে মতুয়াদের কোনো লাভ হবে বলে মনে হয়না”।
ঈশিতা সাহা, দিল্লি : আজ বুধবার সন্ধ্যা ছটায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন নরেন্দ্র মোদি। এবারের মন্ত্রিসভায় তরুণ মুখগুলি স্থান পাবে বলে জানা যায়। ২০১৯ এর লোকসভা ভোটে বিপুল সংখ্যক সমর্থন পেয়ে দ্বিতীয় বার জয়লাভের পর সবচেয়ে বড় রদবদল হতে চলছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে তরুণ মুখগুলি কে বেছে নেয়া হচ্ছে,  বাংলা থেকেও বেশ কয়েকজন তরুণ বিজিপি আসন পেতে চলছে বলে জানা যাচ্ছে।

আজ রদবদল হতে চলছে। রথ বদলের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক দেবশ্রী চৌধুরী, শ্রমমন্ত্রক সন্তোষ গাংওয়ার।পদত্যাগ করছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কও।সূত্রে খবর আজ প্রায় ৩৫ জন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারে। তালিকায় রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মীনাক্ষী লেখি, সর্বানন্দ সোনোয়াল, অজয় ভট্ট, কপিল পাতিল, অনুপ্রিয়া পাটেল, প্রমুখের নাম।

বাংলা থেকে তালিকায় রয়েছে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও সাংসদ সুভাষ সরকার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বাসভবনে পৌঁছে গেছেন শান্তনু ঠাকুর।ফলে রাজনৈতিক মহল নিশ্চিত, এবারের মন্ত্রিসভায় আসন পাচ্ছেন শান্তনু। বাংলা থেকে আরও দু'জন সাংসদ নিশীথ প্রামানিক ও লকেট চট্টোপাধ্যায় এর নাম নথিভুক্ত করা হয়েছে বলে জানা যায়।

সূত্রের খবর, এদিন মন্ত্রিসভা রদবদলে পদোন্নতি হতে পারে জি কিসেন রেড্ডি, অনুরাগ ঠাকুর ও পুরুষোত্তম রপাল প্রতিমন্ত্রীদের। আজ সন্ধ্যা ছয়টায় মন্ত্রিসভায় রদবদলের বিস্তারিত ঘোষণা করা হবে।

Post a Comment

Previous Post Next Post