ঈশিতা সাহা, দিল্লি : আজ বুধবার সন্ধ্যা ছটায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন নরেন্দ্র মোদি। এবারের মন্ত্রিসভায় তরুণ মুখগুলি স্থান পাবে বলে জানা যায়। ২০১৯ এর লোকসভা ভোটে বিপুল সংখ্যক সমর্থন পেয়ে দ্বিতীয় বার জয়লাভের পর সবচেয়ে বড় রদবদল হতে চলছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে তরুণ মুখগুলি কে বেছে নেয়া হচ্ছে, বাংলা থেকেও বেশ কয়েকজন তরুণ বিজিপি আসন পেতে চলছে বলে জানা যাচ্ছে।
আজ রদবদল হতে চলছে। রথ বদলের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক দেবশ্রী চৌধুরী, শ্রমমন্ত্রক সন্তোষ গাংওয়ার।পদত্যাগ করছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কও।সূত্রে খবর আজ প্রায় ৩৫ জন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারে। তালিকায় রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মীনাক্ষী লেখি, সর্বানন্দ সোনোয়াল, অজয় ভট্ট, কপিল পাতিল, অনুপ্রিয়া পাটেল, প্রমুখের নাম।
বাংলা থেকে তালিকায় রয়েছে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও সাংসদ সুভাষ সরকার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বাসভবনে পৌঁছে গেছেন শান্তনু ঠাকুর।ফলে রাজনৈতিক মহল নিশ্চিত, এবারের মন্ত্রিসভায় আসন পাচ্ছেন শান্তনু। বাংলা থেকে আরও দু'জন সাংসদ নিশীথ প্রামানিক ও লকেট চট্টোপাধ্যায় এর নাম নথিভুক্ত করা হয়েছে বলে জানা যায়।
সূত্রের খবর, এদিন মন্ত্রিসভা রদবদলে পদোন্নতি হতে পারে জি কিসেন রেড্ডি, অনুরাগ ঠাকুর ও পুরুষোত্তম রপাল প্রতিমন্ত্রীদের। আজ সন্ধ্যা ছয়টায় মন্ত্রিসভায় রদবদলের বিস্তারিত ঘোষণা করা হবে।