রাজ্যে বিপুল ডাকসেবক নিয়োগ

Recruitment-of-huge-postmen-in-the-state

ঈশিতা সাহা : পশ্চিমবঙ্গ সরকার তরফে শিক্ষক নিয়োগের পর, চালু হয়েছে গ্রামীণ ডাক সেবক নিয়োগ। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের খুব শীঘ্রই মোট ২ হাজার ৩৫৭ গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে। ইতিমধ্যে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে।

নবান্ন থেকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু হওয়ার পর ফের শিক্ষিত বেকারদের জন্য চাকরির বড় সুযোগ এনে দিল রাজ্য সরকার। ডাক বিভাগ নিয়োগের যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ। পশ্চিমবঙ্গ সার্কেলের অধিকর্তাদের বক্তব্য, এই নিয়োগের ফলে গ্রামীন এলাকাগুলিতে ডাক বিভাগের পরিষেবায় গতি আসবে।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, ডাক সেবক এর পদে মোট ২ হাজার ৩৫৭ জন কর্মীকে দ্রুত নিয়োগ করা হবে। পদ গুলি হল-পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক। এক্ষেত্রে, ৬১ টি বিশেষ চাহিদা সম্পন্ন, ৪৯৬ টি ওবিসি, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষিত রয়েছে ১৯২ টি আসন। পাশাপাশি জেনারেল ক্যাটাগরি শূন্যপদ ১হাজার১ টি। আবেদনকারীর বয়সসীমা ১৮-৪০ হতে হবে।

গত মঙ্গলবার, ২০ জুলাই থেকে অনলাইন ওয়েবসাইটে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। শেষ সময় ১৯ আগস্ট। অবশ্য , চাকরিপ্রার্থীদের ৬০ দিনের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। তার পাশাপাশি সাইকেল, বাইক অথবা স্কুটি চালানো জানতে হবে। ডাক বিভাগ সূত্রে জানা গেছে, আইপিবি পক্ষ থেকে নানা পরিষেবা ইতিমধ্যে চালু হয়েছে। জীবন বীমা, গাড়ি বীমা, আধার কার্ডে মোবাইল নম্বর যোগ, ডিজিটাল লাইফ সার্টিফিকেট ইত্যাদি পরিষেবা প্রান্তিক গ্রামগুলিতে পৌঁছে দেওয়ার জন্য ব্যাংক পোস্ট অফিসে শূন্য পদগুলিতে কর্মী থাকা একান্ত প্রয়োজন। সেজন্যেই দ্রুত এই নিয়োগ চালু করা হয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সার্কেলের বারাসাত ডিভিশনে ৮৭, মুর্শিদাবাদ ডিভিশনে ১৬০, বাঁকুড়া জেলায় ১৫৮, তমলুক ডিভিশনে ১০৫, বর্ধমান- এ ১৪৭, বীরভূম ডিভিশনে ১৫৮ জনকে শূন্য পদগুলিতে নিয়োগ করা হবে।



Post a Comment

Previous Post Next Post