ঈশিতা সাহা : সারা দেশের ক্যাম্পাস থেকে ৪০,০০০ ফ্রেশার নিতে চলছে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস। চলতি বছরে আর্থিক দিকে নজর রেখেই টিসিএস এই সিদ্ধান্ত।
টিসিএস এর চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লক্কর এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান , গত বছর ৩ লক্ষ্য ৬০ হজার ফ্রেশার অনলাইন ইন্টারভিউ এর মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়েছিল । শেষ বছরে দেশে বিভিন্ন ক্যাম্পাস থেকে ৪০ হাজার ফ্রেশার নিয়োগ করা হয়েছিল এ বছরও এর ধারাবাহিকতা বজায় থাকবে। বর্তমানে ৫ লক্ষ কর্মী নিয়ে টিসিএস একটি বৃহত্তম বেসরকারি সংস্থা হয়ে উঠেছে, ভবিষ্যতে এর সংখ্যা আরো বাড়বে বলে জানান।
তবে,করোনা ভাইরাস এর বিধি নিয়ম ফ্রেশার নিয়োগের ক্ষেত্রে কোন রকম অসুবিধা সৃষ্টি করবে না। দেশ যেভাবে উদ্বিগ্ন হয়ে আছে তাতে দেশে প্রতিভা সরবরাহের অভাব নেই। বিশ্বের আর কোথাও এই অভূতপূর্ণ প্রতিভা মেলা সম্ভব নয় বলে জানান সংস্থার চিফ অপারেটিং অফিসার এন গণপতি সুব্রহ্মানম ।