মাসের শেষে মিলবেনা রেশন, সিদ্ধান্ত রাজ্য সরকারের

মাসের শেষে মিলবেনা রেশন, সিদ্ধান্ত রাজ্য সরকারের

রিয়া গিরি :  রাজ্য খাদ্যদপ্তর জানিয়ে দিল, মাসের শেষদিনে দেওয়া হবেনা কোনো রেশন। ওই রেশন সামগ্রী মাসের অন্য কোনোদিন তুলে নিতে পারবেন গ্রাহকরা। এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে খাদ্য দপ্তর থেকে রাজ্য ও জেলা দপ্তরের সমস্ত স্তরে।

এই নিয়ম চালু হচ্ছে জুলাই মাস থেকেই। সোমবার সরকারিভাবে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সূত্রের খবর, প্রতিমাসে কত জন গ্রাহক কতটা পরিমাণে রেশন সামগ্রী পেল তা সরকারকে পোর্টালে তুলে দিতে হবে, হিসেবে গরমিল থাকা চলবে না। এই পোর্টাল সরকারকে তুলে দিতে হবে মাসের শেষ দিনে তাই বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন খাদ্য দপ্তর থেকে।

এই সিদ্ধান্ত কতটা পরিমাণে কার্যকরী হবে, এখনো পর্যন্ত সেই বিষয়ে কারোর ধারণা নেই। ইতিমধ্যেই বর্তমান বছরের আগস্ট মাস থেকে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ এর সময় নির্ধারণ করা হয়েছে, সেই কাজ চলছে জোর কদমে। সব মিলে জটিলতা কিছুটা কমতে পারে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই মাসের শেষ দিনে রেশন সামগ্রী দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তা না হলে সব কাজ মিলিয়ে করতে গিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে। গত বছরে কেন্দ্র সরকারের বিনামূল্যে পাঠানো রেশনের হিসেব দিতে একদিন দেরি হতেই, শেষ মাসে কেন্দ্র থেকে কোনো রেশন পাঠানো হয়নি। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Post a Comment

Previous Post Next Post