বিশ্বকবির পরিবর্তে সিলেবাসে রামদেব ও যোগী সরকার, উত্তরপ্রদেশের পড়ুয়াদের বিপদ দেখে টুইট শিক্ষামন্ত্রীর

 

Ramdev-and-Yogi-Sarkar-in-syllabus-instead-of-world-poet-education-minister-sees-danger-in-Uttar-Pradesh-students

অম্লিতা দাস : উত্তরপ্রদেশে পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথের ছোট গল্প সরিয়ে রামদেব যোগী আদিত্যনাথের লেখা বইয়ের অন্তর্ভুক্তি করেছেন সংশ্লিষ্ট সরকার। তা নিয়েই একটি টুইট করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ছোটবেলা থেকেই বিশ্বকবির ছোট গল্পে বাঁধা সিলেবাস পড়েই বড় হয়েছি আমরা। কিন্তু উত্তরপ্রদেশ সরকার তাতে পরিবর্তন আনলেন। তাঁদের পাঠ্যসূচি থেকে বিশ্বকবির বদলে  নিয়ে এলেন আদিত্যনাথের লেখা বই। এই নিয়েই রাজ্যের শিক্ষামন্ত্রীর টুইট, 'এই কারণেই পশ্চিমবঙ্গ বিজেপিকে সম্পূর্ণভাবে প্রত্যাখান করেছে।' উত্তরপ্রদেশের বোর্ডে দ্বাদশ শ্রেণী থেকে বাদ পড়ল রবীন্দ্রনাথের ছোট গল্প 'ছুটি'।

Ramdev-and-Yogi-Sarkar-in-syllabus-instead-of-world-poet-education-minister-sees-danger-in-Uttar-Pradesh-students


সেখানেই কিছুদিন আগে যোগী সরকারের নির্দেশে দর্শন বিভাগের পাঠ্যে রামদেবের বই 'যোগ চিকিৎসা রহস্য' এবং যোগী সরকারের ' হঠযোগ স্বরূপ ও সাধনা' যুক্ত করা হয়েছে। এই নিয়েই নানান মতবাদের সূত্রপাত। ব্রাত্য বসুর আরো টুইট করে বলেন, ' রবি ঠাকুরের পরিবর্তে রামদেব বা যোগী সরকারকে সিলেবাসে আনা হলে উত্তরপ্রদেশের পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।'


উত্তরপ্রদেশের সিলেবাস থেকে বাদ পড়েনি শুধুই রবি ঠাকুর। ইংরেজির সিলেবাস থেকে বাদ পড়েছে শেলী, আর কে নারায়ণ, মুকুল আনন্দ, সরোজিনী নাইডুর কবিতা ও গল্প। সিলেবাসের এই বিতর্কমূলক পরিবর্তনেই টুইট করেছেন শিক্ষামন্ত্রী। উত্তরপ্রদেশের সিলেবাস থেকে বাদ পড়েছে 'অ্যান অ্যাস্ট্রেলজার্স ডে', 'দ্য লস্ট চাইল্ড', 'দ্য ভিলেজ সং'।

Post a Comment

Previous Post Next Post