ঈশিতা সাহা : পর্নো গ্রাফি কাণ্ডে জালিয়াতি অভিযোগে চলতি মাসে প্রথমে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার মামলার শুনানি ছিল।
জেল হেফাজতের মেয়াদ ১৪ দিন বাড়িয়ে দেয় ম্যাজিস্ট্রেট কোর্টে। ১৯ জুলাই পর্ণ কান্ড রাজকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর ২৩ জুলাই তল্লাশি চালায় পুলিশ। ঘটনায় শিল্পা কেউ জেরা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা করবার সময় শিল্পা কান্নায় ভেঙে পড়েন। পাশাপাশি দোষারোপ করে বলেন, "আমাদের কাছে তো সবই ছিল, তাও এসব করার কি দরকার ছিল?"
আগস্ট থেকেই বদলে যাচ্ছে গ্যাস, পেনশন, এটিএম কার্ডের একাধিক নিয়ম
জেরা করবার পর অবসাদগ্রস্ত হয়ে শিল্পা বলেছিলেন যে, "পরিবারের সুনাম নষ্ট হয়েছিল। শিল্পে তাদের অনুমোদন বাতিল হয়ে গিয়েছিল। এবং তাকে অনেক প্রকল্প ছেড়ে দিতে হয়।"
পাশাপাশি ছেলে ভিয়ার ও মেয়ে সুমিশার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন শিল্পা শেট্টি। খবরে জানা যায়, ঘটনাটি চাঞ্চল্যের কারণে শিল্পার বেশকিছু এনডোর্সমেন্ট এবং প্রজেক্ট হাতছাড়া হয়েছে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ- এর দাবি পর্নোগ্রাফি তৈরি এবং মারফত তা ছড়িয়ে দেবার ঘটনায় রাজ এর বিরুদ্ধে প্রচুর প্রমাণ ইতিমধ্যে জমা পড়েছে। এছাড়া 'হট শট' অ্যাপের মাধ্যমে অশ্লীল নথি স্ট্রিমিং এর সাথেও জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে। 'হট শট'অ্যাপ সম্পর্কে ক্রাইম ব্রাঞ্চ গুগোল কে চিঠি পাঠিয়েছেন।
দূরত্ব মেনে মাঠে বসেই ইউনিট টেস্ট দিচ্ছে পড়ুয়ারা
এদিন শার্লিন চোপড়া ও পুনম পান্ডের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। জোর করে কাজ করানোর অভিযোগ জানিয়েছিল ওই দুই মডেল। রায়ের শুনানির পর রাজের মেডিকেল টেস্ট করা হয় এবং বর্তমানে আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হয়েছে।