ঈশিতা সাহা : আজ ভোর ৪.৩০ নাগাদ দেহত্যাগ করেন বিশিষ্ট রাজনীতিবিদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও আইপিএস রচপাল সিং। ২০১১ সালে বিধায়ক নির্বাচনের পর তিনি রাজ্য সরকারের পর্যটন দফতর ও পরিকল্পনা দপ্তরের মন্ত্রী ও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ হন। বেশ কিছুদিন ধরে হূদরোগে কষ্ট পাচ্ছিলেন তিনি পাশাপাশি চলছিল ডায়ালাইসিস । পরশুদিন রাতে শ্বাসকষ্ট বেশি হওয়ায় ভর্তি হন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতালেই নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮।
সূত্রে খবর, সিঙ্গুর- নন্দীগ্রামের আন্দোলনের সময় চলাকালীন মমতার সঙ্গে রাচপাল এর ঘনিষ্ঠ পরিচয় হয়। সেইসূত্রেই, ১৯৭৪ ব্যাচের আইপিএস জীবন থেকে অবসর নেওয়ার পরই তৃণমূলে যোগদান করেন তিনি। কিন্তু প্রার্থী হয়ে উঠতে পারেনি ২০১৬ নির্বাচনে। পরিবর্তে পরিবহন দপ্তেরর চেয়ারম্যান করা হয় রাচপালকে। মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি লেখেন, "রচপাল সিং এর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতা সৃষ্টি হল।"