পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়

পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়
সুদীপ গুহ : আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায় কে নিযুক্ত করেন। বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল রাজ্যের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হবে? আগে থেকেই গোর্খা জনমুক্তি মোর্চা মুকুল রায়ের নাম কে সমর্থন জানিয়েছিল সঙ্গে তৃণমূলের এগরার  বিধায়ক মোর্চার সাথে সহমত  জানিয়েছিল।  বিজেপির কোন বিধায়ক মুকুল রায় এর নামকে সমর্থন করে নি।

পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম অধ্যক্ষ ঘোষণা করার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র ক্ষোভ প্রকাশ করেন।  তিনি সাংবাদিক সম্মেলনে জানান," কোন বিষয়ে আলোচনার সুযোগ পায়নি । রীতি অনুযায়ী বিরোধী দল থেকে পিএসসির চেয়ারম্যান হন। সরকারের যেমন খরচ করার অধিকার আছে, বিরোধীদলেরও তেমনই  দায়িত্ব আছে সরকারের ব্যয়ের হিসাব দেখা। শাসক দল তাদের ক্ষমতা দেখিয়ে এই রীতি ভঙ্গ করেছে । তার দেহরক্ষীর মৃত্যুর প্রসঙ্গ তুলে তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে বলেও তিনি মত প্রকাশ করেন। এভাবে তাকে দমানো যাবে না বলেও তিনি উল্লেখ করেন।"

উল্লেখ্য এবারের বিধানসভা নির্বাচনে মুকুল রায় কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন ।পরবর্তীতে তিনি দলবদল করে আবার তৃণমূলে ফিরে আসেন কিন্তু তিনি এখনো  বিধায়ক রয়েছেন ।এ প্রসঙ্গে বিরোধীদল নেতা জানান, দলত্যাগ বিরোধী আইনে তিনি মুকুল রায় কে বিধায়ক পদ খারিজের দাবি জানিযেছিলেন। কিন্তু, এখনো পর্যন্ত অধ্যক্ষ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে শাসক বিরোধী রাজনৈতিক পারদ কতটা চড়ে  এখন সেটাই দেখার।।

Post a Comment

Previous Post Next Post