আড়িপাতা কাণ্ডের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান-বিক্ষোভ

Protest-of-Trinamool-Chhatra-Parishad-in-protest-of-eavesdropping

ঈশিতা সাহা, আলিপুরদুয়ার : গোটা দেশজুড়ে এখন তোলপাড় পেগাসাস কাণ্ডে তৃণমূলের পক্ষ থেকে বৈঠক, দিল্লি রওনা, সব ভাবেই বিষয়টি খতিয়ে দেখছে মমতার তদন্ত কমিশন শনিবার ফের পেগাসাস কান্ড কে ঘিরে আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কালচিনি ব্লকের অন্তর্গত হ্যামিলটন গঞ্জ বাজারে অবস্থান-বিক্ষোভ করা হয়

বাড়ির ডোবায় পড়ে মৃত্যু হল ১৫ মাসের শিশুর

আজ প্রায় 'ঘন্টার বিক্ষোভে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ছাত্র যুব সমাজের অধিকর্তা অভিষেক বন্দোপাধ্যায় ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোনে অনৈতিক আড়িপাতার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ জানায় ছাত্র পরিষদ

পাশাপাশি, ত্রিপুরায় প্রশান্ত কিশোরের আই-প্যাক সংস্থার ২৩ জন কর্মীকে আটক রাখার অভিযোগে এদিন  বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তারা আইপ্যাক সূত্রের খবর, রবিবার রাত টা নাগাদ ত্রিপুরায় কর্মরত তাদের কর্মীদের হোটেলে গিয়ে পুলিশকর্মীরা তল্লাশি চালান কর্মীরা কারণ জানতে চাইলে শুধুমাত্র 'উপর মহলের নির্দেশ' জানিয়ে হোটেল থেকে বেরোনোর পর আটকে দেওয়া হয় ইতিমধ্যে ঘটনাটিকে ঘিরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা

রাজনীতি ছাড়লেন বাবুল, ফেসবুকে লিখলেন 'চললাম আলভিদা'

এদিনের ছাত্র সংগঠনের আন্দোলনে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ, কালচিনি ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হায়দার আলী আনসারী এবং সাধারণ সম্পাদক সায়ন ঘোষ -সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ

ঘটনায় তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরাও পাশে দাড়িয়ে সমানভাবে বিক্ষোভ জানায় মহিলা কংগ্রেসের এক সদস্য বলেন, "আমরা তৃণমূল মহিলা কংগ্রেস, ছাত্র সংগঠনের এই আন্দোলনকে সব রকম ভাবে সমর্থন করি বিজেপি সরকার যেভাবে ভয়ে ভীত হয়ে তৃণমূল কার্যকলাপে নজরদারি রাখছে তার বিরুদ্ধে সমস্ত ব্লকে ব্লকে আন্দোলন আরো জোরদার করবো"

Post a Comment

Previous Post Next Post