ঈশিতা সাহা : বিহারের পশ্চিম চম্পারনে গত ২-৩ দিনে বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। পুলিশ সূত্রে, ঘটনাটিকে কেন্দ্র করে তদন্ত শুরু হয়েছে, ইতিমধ্যে ঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ।
চম্পারন এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল লালমোহন প্রসাদ বলেন,"আমরা
৪০ জনের বয়ান রেকর্ড করেছি। তাদের মধ্যে মৃতদের পরিবারের লোক রয়েছে। মদ খাওয়ার কথা
অস্বীকার করছেন সবাই। যদিও হাসপাতালে চিকিৎসাধীন একজন বলেন, তিনি মদ খেয়ে ছিলেন"।
২০১৬ সাল থেকেই বিহারে মদ বিক্রি বন্ধ করা হয়েছে। তারপরও এরকম
বেআইনি ঘটনায় দুজন গ্রাম চৌকিদারি কে বরখাস্ত করেছে প্রশাসন।
জেলাশাসক সূত্রে খবর, গত দু তিন দিন ধরে আট জন ব্যক্তির রহস্যময় মৃত্যুর কথা জানতে পারেন তারা। এরপরই ঘটনাটিকে নিয়ে চাঞ্চল্য শুরু হয়। পুলিশ তদন্তে জানায় বিষ মদ খেয়ে ওই যুবকদের মৃত্যু হয়েছে। কিন্তু আট জন পরিবারের লোকই তা মানতে নারাজ। যদিও মৃতদের শেষকৃত্য হওয়ায় ঘটনাটি সম্পর্কে ধারনা স্পষ্ট নয়। এফআইআর দায়ের হয়েছে।