ডিজে বাজিয়ে, আবির উড়িয়ে শেষকৃত্য সম্পন্ন হল বৃদ্ধার

Playing-DJ-Abir-was-blown-away-and-the-funeral-was-completed-by-the-old-woman

রিয়া গিরি : ঘটনাটি অবিশ্বাস্য হলেও ঠিক এমনটাই ঘটেছে মথুরাপুর অঞ্চলের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা  অহিল্লা ঘোষের শেষকৃতে।   শ্মশানযাত্রায় ডিজে বাজিয়ে মৃত্যুতে আনন্দ প্রকাশ করলেন আত্মীয়-পরিজন থেকে সকল গ্রামবাসীরা। এমন এক বিরল দৃশ্য দেখে হতবাক সকলে।

টিকা নিয়েও গত ১৩ মাসে তিনবার করোনা আক্রান্ত হলেন চিকিৎসক

মালদা জেলার মানিকচক থানার মথুরাপুর এলাকায় ১০৫ বছর বয়সী বৃদ্ধার মৃত্যুতে আনন্দ প্রকাশ করল পরিবারের সদস্যরা। চোখের জলের পরিবর্তে, হাসিমুখে বিদায় জানালো বাড়ির সবচেয়ে বৃদ্ধ ওই ব্যক্তিকে। বৃদ্ধার নাম অহিল্লা ঘোষ। মথুরাপুর অঞ্চলের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

শতবর্ষ পেরিয়ে পরলোক গমন করলেন তিনি। দীর্ঘ সময় ধরে পরিবারকে আনন্দ দুঃখে আগলে রেখেছিলেন তিনি। সন্তানরা অনেক আগেই মারা গেছেন।মঙ্গলবার ওই বৃদ্ধা পরলোকগমন করেন। তার মৃত্যুতে আনন্দ করছে গোটা পরিবারের সদস্যরা।

টিকা নিয়েও গত ১৩ মাসে তিনবার করোনা আক্রান্ত হলেন চিকিৎসক

পরিবারের দাবি, এত বয়স পর্যন্ত পরিবারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। চোখের সামনে অনেক প্রিয়জনদের চলে যেতে দেখেছেন, তাই তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করছেন সকলে। নাতি বলেন আমরা ঠাকুমাকে আনন্দের সঙ্গে বিদায় জানাতে চাই তাই এই শব যাত্রা হাসিমুখে পালন করা হলো।

Post a Comment

Previous Post Next Post