রিয়া গিরি : ছোট থেকে কেউ হতে চায় ডাক্তার কিংবা সিঙ্গার, আবার কেউ কেউ হতে চায় পুলিশ। কিন্তু ছোট থেকেই কেউ ডন হতে চায়, এমন খুবই কম ঘটনা সামনে অসে। গাজিয়াবাদের বাসিন্দা রিতিক মালিকের ছোট থেকেই স্বপ্ন ছিল 'ডন' হওয়ার। এই সাধের জেরেই লকআপ বন্দি হল রিতিক।
সোশ্যাল মিডিয়াতে বন্দুক হাতে দুষ্কৃতীদের মত পোস্ট দিয়ে ছবি আপলোড করার পরই, ভাইরাল হয়ে যায় সে। সেখানেই একটি ভিডিও রেকর্ড করে সে,যেখানে এলাকার কুখ্যাত ডন হওয়ার হুমকি দিয়েছিল রিতিক। সেই ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছিল হিন্দি সিনেমার জনপ্রিয় সুর। সেই ছবি ভাইরাল হতেই গাজিয়াবাদ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে রিতিক। যদিও গ্রেপ্তারের পর কাঁদো কাঁদো গলায় নিজের ভুল স্বীকার করেছে ঋত্বিক।
ধৃতের কাছ থেকে মিলেছে দুটি বন্ধুক,তার মধ্যে .৩৫০ বোরের দেশি পিস্তল আরেকটি খেলনা বন্দুক। সে জানায়, আমি ডন হতে চাইনা, সাধারণ মানুষের মতো জীবন যাপন করব।আমার ভুল হয়ে গিয়েছে।তার ওপর ভারতীয় দণ্ডবিধির একাধিক মামলা দায়ের করা হয়েছে। জেরায় পুলিশরা জানিয়েছেন, সে মানুষদের মধ্যে ভীতি তৈরি করতেই বন্দুক নিয়ে ছবি। গ্রেপ্তারের পর যদিও সে নিজের ভুল বুঝতে পেরে, ভবিষ্যতে আর এরকম ভুল কখনো করবে না বলে প্রতিজ্ঞা করেছে পুলিশকে।