কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম

Petrol-diesel-prices-are-going-down

রিয়া গিরি : অনেক আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোল-ডিজেলের দাম করোনা পরিস্থিতিতে বাজারে সব জিনিসেরই চড়া দাম, সেই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া রোজ বেড়ে চলেছে তেলের দাম বিশ্ববাজারে তেলের দাম  দিন দিন বেড়ে চলেছে, সঙ্গে চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে সাধারণ মানুষের মে জুন মাসের মধ্যে প্রায় ৩২ বার বেড়েছে তেলের দাম কিন্তু অবশেষে পাওয়া গেল স্বস্তির খবর অপরিশোধিত তেলের দাম কমাতে চলেছে বাজারে

প্রায় ৩৯ বার পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার পর  বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের পর্যাপ্ত যোগানের জন্যই পেট্রোল-ডিজেলের দাম আগামী মাসে কমতে শুরু করবে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার পর তার আর কোনো পরিবর্তন দেখা যায়নি ভারতের রাজধানীতে ডিজেলের প্রতি লিটার এর দাম ৮৯.৮৭ টাকা, পেট্রোলের দাম১০১.৮৪ টাকা মুম্বাইতে ডিজেলের দাম ৯৭.৪৫টাকা পেট্রোলের দাম ১০৭.৮৩ টাকা এবং রাজ্যে প্রতি লিটার ডিজেলের দাম ৯৩.০২ টাকা এবং পেট্রোল প্রতি লিটার এর দাম ১০২.০৮ টাকা

কিন্তু ,এবার বিশেষজ্ঞরা জানিয়েছেন পেট্রোল-ডিজেলের দাম কমতে পারে যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষেরা সূত্রের খবর, পরের মাসেই পেট্রোল-ডিজেলের দাম কমতে শুরু করবে কত টাকা ধার্য হবে তা নিয়ে কোনো সঠিক খবর দিতে পারছেন না কেউ, তবে কিছুটা স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ


Petrol-diesel-prices-are-going-down


Post a Comment

Previous Post Next Post