রিয়া গিরি : এবার চাকরির খবর দিল পেটিএম সংস্থা। স্নাতক উত্তীর্ণদের জন্য কর্মক্ষেত্রের সুযোগ করে দিচ্ছে Paytm। দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অবশ্যই প্রার্থীদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে।
পাবলিক অ্যাফেয়ার্স এর মেন পাওয়ার বাড়ানোর জন্য ও আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম ফিল্ড সেলস এক্সিকিউটিভ নামে এক কর্মসূচি চালু করেছে পেটিএম। তার মাধ্যমেই ২০০০০ ফিল্ড সেলস এক্সিকিউটিভ নিয়োগ করবে এই সংস্থা।
১৫ই আগস্ট পর্যন্ত রাজ্যে বহাল করোনা বিধি, এবারও বন্ধ লোকাল ট্রেন
যা
পেটিএম অ্যাপ এর মাধ্যমে আবেদন করতে হবে।স্থানীয় ভাষায় এবং এলাকার বিষয় সম্পর্কে জানতে হবে।সেলস এর কাজে অভিজ্ঞ এমন ব্যক্তি যার নিজের দু চাকার গাড়ি রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা সেলস এর কাজের জন্য প্রাধান্য বেশি পাবে।ডিজিটাল দুনিয়ার ব্যবসায়ীদের কর্মসংস্থান গড়ে তুলতে এই পরিকল্পনা নিয়েছে পেটিএম সংস্থান।
১০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে দ্বিতীয় হয়েও সেমিতে নেই ভারতের সজন
আইপিও এর পরিকল্পনা করেছে পেটিএম সংস্থা আর সেই আই পি ওয়ের আগে ব্যবসায়ী এবং ব্যবহারকারীদের ডিজিটাল দুনিয়ার বিষয়ে শেখাতে হবে আবেদনকারীকে। তার কাজ হবে পেটিএম অল ইন ওয়ান কিউআর কোড, পেটিএম all-in-one পিওএস মেশিন, পেটিএম সাউন্ড বক্স, পেটিএম ওয়ালেট, ইউপিআই,পেটিএম পোস্টপেইড ও মার্চেন্ট লোন সহ যাবতীয় পেটিএম এর পরিষেবা শেখানো । এই কাজে ফিল্ড সেলস এক্সিকিউটিভ মাসে ৩৫০০০ টাকা আয় করতে পারবেন এবং তা ছাড়াও বেতন এবং কমিশনের মিলিয়ে এর থেকে বেশি টাকা অর্জন করবেন।