'বিমানবন্দরে বোমা রয়েছে' উড়ো ফোন কলে আতঙ্কিত যাত্রীরা

'বিমানবন্দরে বোমা রয়েছে' উড়ো ফোন কলে আতঙ্কিত যাত্রীরা
রিয়া গিরি : রবিবার সকালের সর্তকতা জারি হওয়ার পর আতঙ্কিত যাত্রীরা। ঘটনাটি দমদম বিমানবন্দরের, ইতিমধ্যেই উড়ো ফোনে সর্তকতা জারি হওয়ার পর থেকেই বিমানবন্দরের তল্লাশি চালানো হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কিছু উদ্ধার হয়নি, তবুও এই ঘটনায় বেশ আতঙ্কিত যাত্রীরা।

সূত্রের খবর, রবিবার সকাল ৬ টা ৫০ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে, আর তাতেই জানানো হয়েছে দুবাই থেকে কলকাতা আসার ফ্লাইট এমিরেটসের একটি বিমানে বোমার রাখা হয়েছে। খবরটি পাওয়ার কিছুক্ষণ পরেই বিমানবন্দর চত্বরে তল্লাশির কাজ শুরু হয়ে গেছে। তল্লাশি অভিযানে এখনো পর্যন্ত কিছু উদ্ধার হয়নি কিন্তু সতর্ক হয়ে গেছেন বিমানবন্দরের আধিকারিকরা।

ইতিমধ্যে বিমানবন্দরে ৮ টা ৪০ মিনিট নাগাদ দুবাই থেকে আসা বিমানটি পুনরায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। কিছুদিন আগেই কলকাতায় গ্রেপ্তার হয়েছে জিএমবি এমবি জঙ্গী। তাই এই ফোন কলটি নিছকে উড়িয়ে দিতে পারছেননা বিমান সংস্থারকর্মীরা। বোমা থাকার আশঙ্কার কথা শোনার পর থেকেই যাত্রীদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।আদৌ বিমানে কিছু রয়েছে নাকি নিছক মজার ছলেই কেউ এমন কাণ্ড করেছেন তা নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবুও হাই এলার্ট জারি করা হয়েছে বিমানবন্দর চত্বরে।

'বিমানবন্দরে বোমা রয়েছে' উড়ো ফোন কলে আতঙ্কিত যাত্রীরা


Post a Comment

Previous Post Next Post