আজ থেকে শুরু পবিত্র হজের আয়োজন

 

Organizing-the-holy-Hajj-starting-from-today

ঈশিতা সাহা : আজ থেকে শুরু হচ্ছে সৌদি আরবে পবিত্র হজের আয়োজন আগামীকাল রবিবার হজের মূল নিয়মকানুন করা হবে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তবে করোণা ভাইরাসের করা বিধিনিষেধ মেনেই অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ টানা দু'বছর শুধুমাত্র সৌদি আরবের বাসিন্দারাই হজ পালনের অনুমতি পাচ্ছে এবারও করোনা কারণে মাত্র ৬০ হাজার মুসলমান হজে অংশ নিতে পারবে

আজ সন্ধ্যায় অনুমতি প্রাপ্ত যাত্রীরা মক্কায় উপস্থিত হবেন হজ সম্পাদনের সকলকে ব্যবহার করতে হবে স্মার্ট কার্ডের রোববার হজের সমস্ত কার্যক্রম শেষ করে সোমবার হজ বা আরফার দিন কাবার মসজিদুল হারামের ইমাম খতিব শায়খ . বানদার বালিলাহ এদিন বাংলা সহ টি ভাষায় মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন তারপর দিন ( মঙ্গলবার) পশু কোরবানী করা হবে

Organizing-the-holy-Hajj-starting-from-today

মন্ত্রক জানিয়েছেন, ধর্মীয় স্থান গুলির আশেপাশে তীর্থযাত্রীদের জন্য হোটেল, শিবিরগুলিতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য "একটি স্মার্ট হজ কার্ড" প্রবর্তন করবে এই সিস্টেমটি দ্বারা নিখোঁজ তীর্থযাত্রীদের দ্রুত শনাক্তকরণের সুবিধা হবে

পাশাপাশি আরফা, মক্কা, মিনা মুজদালিফায় যাতায়াতের জন্য হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে ৫৯৪ চিকিৎসকসহ ৩০০ স্বাস্থ্যকর্মী হজের মাঠে উপস্থিত থাকবেন এছাড়া জরুরি পরিষেবার জন্য ৫১টি স্বাস্থ্য সেবা কেন্দ্রের আয়োজন করা হয়েছে


Organizing-the-holy-Hajj-starting-from-today

Post a Comment

Previous Post Next Post