ভারতে চালু হলো এক রেশন কার্ড নীতি

One-ration-card-policy-was-introduced-in-India

রিয়া গিরি : সমগ্রহ দেশজুড়ে চালু হলো এক রেশন কার্ড নীতি সুপ্রিম কোর্টের আদেশে সব রাজ্য সেই নীতির পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেল এই নীতিনবান্নের তরফ থেকে সারা রাজ্যের রেশন ডিলারদের নির্দেশিকা পাঠানো হলো 

অস্থায়ী  শ্রমিকরা রাজ্যের যেকোনো প্রান্তে  থেকে যেকোনো রেশন দোকানে রেশন তুলতে পারবেনরাজ্য সরকারের তরফ থেকে পাঠানো এই নির্দেশিকায় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করতে হবে

কলকাতা মেট্রোয় ভিড় কমাতে নয়া প্রযুক্তি

নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত থাকবে তারা রাজ্যের যেকোন প্রান্তে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন

শুধুমাত্র নিজের বায়োমেট্রিক পরিচয় প্রমাণ করেই এই রেশনের সুবিধা গ্রহন করতে পারবেন গ্রাহকরা ইতিমধ্যেই রেশন দোকান গুলিতে অনলাইন পোর্টালে সব লেনদেন অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়ে গেছে

৮ বছর পর, শুনানি শুরু হবে অভিনেত্রী জিয়া খানের

যার ফলে রেশনের লেনদেন সংক্রান্ত সমস্ত রিপোর্টটি থাকবে কেন্দ্রের কাছে এবং কালোবাজারি থেকে মুক্তি মিলবে রেশন ডিলারদের উদ্দেশ্যে বলা হয়েছে ,লেনদেন সংক্রান্ত সমস্ত হিসাব স্পষ্টভাবেই পোর্টালে তুলে ধরতে হবে

 

https://www.sarbabhaumasamachar.in/2021/07/After-6-years-the-trial-of-actress-Zia-Khan-will-begin.html

Post a Comment

Previous Post Next Post