সার্বভৌম সমাচার : ইয়াসের ঘা শুকোতে না শুকোতেই গতকাল রাতে হাফ কিলোমিটার এরিয়া জুড়ে আছড়ে পড়ল এক মিনিটের টর্নেডো ঝড়l ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহাপুর এলাকায়। ওলট-পালট হল বিস্তীর্ণ এলাকা।
হিমাচল ধসের ২৫ মিনিট আগের টুইট দীপা শর্মার, প্রাণ হারালেন চিকিৎসক
মঙ্গলবার
গভীর রাতে হঠাৎই আসা টর্নেডো ঝড়ে হিঙ্গলগঞ্জ থানা এলাকার বৈদ্যুতিক সাবস্টেশনসহ এলাকার
প্রায় কুড়িটি বাড়ি ভেঙে পড়েl ঝড়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটি রাস্তার উপরে পড়ে অবরুদ্ধ
হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে আসেন হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের জয়েন্ট ভিডিও ওম প্রকাশ
গুপ্তা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় হাসনাবাদ- লেবুখালী সড়ক পরিষ্কার করানোর কাজ।
আগস্ট থেকেই বদলে যাচ্ছে গ্যাস, পেনশন, এটিএম কার্ডের একাধিক নিয়ম
জানা গিয়েছে, আবহাওয়া দপ্তরের কোনরকম আভাস না থাকায় এলাকার সাধারণমানুষ এই টর্নেডো ঝরে হতভম্ব ভীত হয়ে পড়েন। বুধবার সকাল থেকে রাস্তার উপরে ভেঙে পড়া গাছ সরানো শুরু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলির নামের তালিকা তৈরি করা হচ্ছে। এছাড়াও পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা ও ক্ষতিগ্রস্থদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।