অম্লিতা দাস : অবশেষে টিকা পেল রাজ্য। রাজ্যের প্রবল টিকার সংকট মেটাতে সোমবার দেড় লক্ষ কোভ্যাক্সিন পেল স্বাস্থ্য দফতর।
রাজ্যে টিকা সংকটের মুখে পড়েছে প্রায় সকলেই। নির্দিষ্ট পরিমাণ টাকা না থাকায় প্রতিষেধক নিতে পারেননি অনেকেই। জুন মাসেই প্রায় আড়াই লক্ষ কোভ্যাক্সিন আসার কথা হলেও তা হয়না। গত সপ্তাহেই রাজ্যে প্রায় দেড় লক্ষ প্রতিষেধকের প্রয়োজন ছিল আর কলকাতায় দরকার ছিল ৭৫ হাজার প্রতিষেধকের।
জারি হল নির্দেশিকা, উচ্চমাধ্যমিকের অসন্তুষ্ট পড়ুয়াদের কথা শুনবে স্কুলগুলি
রাজ্যের টিকা সংকট চরমে উঠতে সোমবার কলকাতার হেস্টিংস এলাকায় কেন্দ্র সংরকারের মেডিক্যাল স্টোর থেকে কেন্দ্র টিকা পাঠায় রাজ্যে। ৫৪১ বি রবীন্দ্র সরণির রাজ্য সরকারের ভ্যাকসিন স্টোরে প্রতিষেধক আসে। অন্যান্য সময় প্রতিষেধক বিমানে পাঠানো হলেও এ বার মাত্র ১০ কিলোমিটার রাস্তা পেরিয়ে রাজ্যের ভাঁড়ারে পৌঁছল কোভ্যাক্সিন।
দাদুর টানে কাঁটাতার পেরিয়ে ভারতের মাটিতে কিশোর
রাজ্যে শেষ কোভ্যাক্সিন আসে ২০শে জুলাই। মাত্র ৪০ ডোজ আসার পর আরো প্রতিষেধক আসার কথা থাকলেও তা আসেনি। প্রতিষেধকের অভাবে বিভিন্ন কেন্দ্রে ক্রমশ বন্ধ হতে থাকে টিকাকরণ। সোমবার দেড় লক্ষ টাকা আসায় সাময়িকভাবে টিকা সংকট মিটবে বলে আশা রাখা হচ্ছে। টিকাকরণ জারি রাখতে সোমবারেই জেলায় জেলায় টিকা পাঠানোর পরিকল্পনায় স্বাস্থ্য দফতর।