রিয়া গিরি : কোভিড আক্রান্ত হলে সেই ব্যক্তির শরীরে, পরবর্তী ৯ মাস পর্যন্ত এই ভাইরাস আক্রমণ করতে পারবেনা, এমনটাই দাবি করেছেন কোভিড বিশেষজ্ঞরা। কোভিড সংক্রমনের পর থেকেই শরীরে থেকে যায় অ্যান্টিবডি, যা রোগীর শরীরে পরবর্তী ৯ মাস পর্যন্ত স্থায়ী হয়। অতএব, কোভিড আক্রান্ত হওয়ার পরবর্তী ৯ মাস চিন্তাহীন থাকতে পারে আক্রান্তরা।
ইংল্যান্ড ও ইতালির একটি বিশ্ববিদ্যালয় 'ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন' এর যৌথ গবেষণায় এই তথ্য সামনে এসেছে। ইতালির প্রায় ৩০০০ বাসিন্দাদের মধ্যে ৮৫ শতাংশের বেশি মানুষের ওপর সমীক্ষা চালিয়ে, গবেষকরা জানিয়েছেন আক্রান্তদের পাশাপাশি এই রোগের লক্ষণযুক্ত রোগীদের ক্ষেত্রে ও একই ফল পাওয়া যাবে।
আ্যন্টি বডির উপস্থিতি সমানভাবে দেহে থেকে যেতে পারে পরবর্তী ৯ মাস পর্যন্ত।গবেষণায় দেখা গেছে অ্যান্টিবডি গুলি প্রতিটি স্তরে সময়কাল অনুযায়ী পরিবর্তন হতে থাকে, খুবই ধীরে ধীরে।একটা নির্দিষ্ট সময়ের পরে (৯ মাস পর) তা শরীর থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়।তবে এমন কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে, যাদের শরীরে অ্যান্টিবডির মাত্রা অনেকটাই বেশি যা ভাইরাস থেকে ওই ব্যক্তিকে রক্ষা করতে পারে ৯ মাসের ও বেশি সময় পর্যন্ত। এই অ্যান্টিবডি আরো দীর্ঘ সময় ধরে কিভাবে মানুষের শরীরে টিকিয়ে রাখা যায়, তার জন্য ইতিমধ্যে গবেষণা চালাচ্ছেন বিশেষজ্ঞরা।