একইদিনে জোড়া পরীক্ষা, আপত্তির ঝড়ে সামিল কলেজের অধ্যক্ষরা

On-the-same-day-the-principals-of-Samil-College-faced-a-storm-of-objections

অম্লিতা দাস : শুরু হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষার নোটিশ পেয়েই আপত্তি শুরু হয়েছিল পড়ুয়াদের মধ্যে। এবার আপত্তি জানালেন কলেজের অধ্যক্ষরাও।

আগামী ২৯ ও ৩০শে জুলাই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সেমিস্টারের থিওরি পরীক্ষা। সূচিতে ওই দুদিন দুটি পেপারের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। একইদিনে দুটি পেপারের পরীক্ষার সূচি পেয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলেন পড়ুয়ারা। এই নিয়েই শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তালা ভেঙে বিক্ষোভ জানায় ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শুধুই পড়ুয়া নয় এবার পড়ুয়াদের সাথেই কিছু কলেজ অধ্যক্ষরা জানিয়েছেন, এইভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয়।

গ্রামীন অঞ্চলের কলেজের এক অধ্যক্ষের মতে, পড়ুয়ারা একটা পরীক্ষা দিয়েই খাতা ইমেল করতে সাইবার ক্যাফেতে যায়। এক ঘন্টায় বাড়ি ফিরে আবার আরেকটা পরীক্ষা দিতে বসা তাদের পক্ষে প্রায় অসম্ভব। আবার অনেক পড়ুয়াদের কাছে ঠিকমত ইন্টারনেট সংযোগ না থাকায় তারা পরীক্ষা দিয়ে খাতা কলেজে এসে জমা দেয় তাদের ক্ষেত্রেও দুটি পরীক্ষা একইদিনে দেওয়া সম্ভব নয়।

অভিযোগ উঠেছে আরো এক কারণে , স্নাতকের পুরোনো নিয়ম অর্থাৎ ১+১+১ পার্ট থ্রির ফর্ম ফিল করতে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিলে সেটি ইনভ্যালিড দেখাচ্ছে। পুরোনো নিয়মের পরীক্ষার্থীদের মধ্যে যাদের সাপ্লি রয়েছে তারাই ফর্ম পূরণ করতে গিয়ে এমন সমস্যায় পড়েছেন। ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটির অনীক দে জানিয়েছেন এই সমস্যার কথা বিশ্ববিদ্যালয়ে জানানো হয়েছে, তাদের মতে যারা ১০ বছরেও স্নাতক হতে পারেনি তাদের ক্ষেত্রেই এই সমস্যা হচ্ছে কিন্তু ২০১৫-১৬ এর পড়ুয়ারাও একই সমস্যার ভুক্তভোগী।


On-the-same-day-the-principals-of-Samil-College-faced-a-storm-of-objections


Post a Comment

Previous Post Next Post