ভর্তিসংক্রান্ত নতুন নির্দেশিকা জারি UGC - র পক্ষ থেকে, জেনে নিন বিস্তারিত তথ্য সম্পর্কে

On-behalf-of-UGC-new-admission-guidelines-have-been-issued

ঈশিতা সাহা : করোনার জেরে ইতিমধ্যে বাতিল হয়েছে সিবিএসই, আই সি এস সি- সহ একাধিক বোর্ডের পরীক্ষা স্কুলের ক্ষেত্রেও কিছু পরীক্ষা নেওয়া হয়েছে কিছু বাতিল হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে ওপেন বুক সিস্টেমের পরীক্ষা নেওয়া হচ্ছে তার জন্যই প্রতিবারই সমস্যার মুখে পড়তে হয় ছাত্র-ছাত্রীদের পরীক্ষা অনলাইন হবেনা অফলাইন তা নিয়েও বিভ্রান্তির সৃষ্টি হয় ফলে কলেজ পড়ুয়াদের কথা মাথায় রেখেই  শনিবার নতুন নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন বা UGC

এদিনের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ জুলাইয়ের মধ্যে সমস্ত বোর্ডের পরীক্ষার ফল প্রকাশ করতে হবে আগামী ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত পর্বের সমস্ত পরীক্ষা শেষ করতে হবেপাশাপাশি ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্নাতক স্নাতকোত্তর স্তরের ফর্ম ফিলাপের কাজ শেষ করতে হবে এবং অক্টোবরের মধ্যে ফের চালু করতে হবে নতুন শিক্ষাবর্ষ

ইতিমধ্যে সমস্ত কলেজগুলোতে এই নির্দেশিকা জারি করা হয়েছে নতুন শিক্ষাবর্ষ চালুর ক্ষেত্রে অনলাইন বা অফলাইনে দুই পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে তবে সে ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার বলে দেওয়া হয়েছে নয়া নির্দেশিকায় শিক্ষাবর্ষে সেমিস্টার কিংবা ছুটি সংক্রান্ত বিষয় গুলির সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে পাশাপাশি আর্থিক সমস্যাকে নজরে দেখে বলা হয়েছে, যেসব পড়ুয়ারা ভর্তির পর সিদ্ধান্ত বাতিল করবে, তাদের  টাকা পুরোটাই ফেরত দিয়ে দেওয়া হবে


On-behalf-of-UGC-new-admission-guidelines-have-been-issued


Post a Comment

Previous Post Next Post