রিয়া গিরি : আজ সকাল ৮.৪৫ নাগাদ কয়েক সেকেন্ডের জন্য কেঁপে উঠল উত্তরবঙ্গ। ভূমিকম্পের তীব্রতা বেশি না হলেও কয়েক সেকেন্ডের কম্পনে আতঙ্কিত সাধারণ মানুষ। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও বালুরঘাটের বেশ কিছু অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্প সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করলেও সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত আসেনি। রিখটার স্কেলে এর তীব্রতা খুব জোরালো না হলেও সজাগ হয়েছেন সাধারন মানুষরা সম্ভবত আসামের গোহাটির আশেপাশের অঞ্চলে মূল কেন্দ্র রয়েছে বলে অনেকেই মনে করেছেন।
ভূমিকম্পে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে ,ছোট মাপের ভূমিকম্প হলেও অনেকেই কম্পন অনুভূত করেছেন।এর আগে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরবঙ্গ আর সেই কারণে এই কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়ায় সাধারন মানুষদের মধ্যে।