অম্লিতা দাস : মেট্রো পরিষেবা পেতে ব্যবহার করা হচ্ছে টোকেন। টোকেনের জন্য ভিড় বাড়ছে কাউন্টারে। করোনার তৃতীয় ঢেউও কড়া নজর রাখছে লোকারণ্য জায়গায়। তাই ভিড় এড়াতে কলকাতা মেট্রো নিয়ে এল নতুন প্রক্রিয়া।
কাজ হবে কিউআর কোড স্ক্যানারের হাত ধরে। এবার মেট্রো স্টেশনের গেটগুলিতে কিউআর কোড স্ক্যানার বসানোর কাজ শুরু করা হচ্ছে। স্টেশন পার্ক স্ট্রিট ও ময়দানে কাজ সম্পূর্ণ হলেও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, উত্তর দক্ষিণ মেট্রো, ইস্ট ওয়েস্ট সমস্ত মেট্রো স্টেশনেই শুরু হবে কোড স্ক্যানার বসানোর কাজ। ইস্ট ওয়েস্ট মেট্রোর আগে উত্তর দক্ষিণ মেট্রো স্টেশনে এই যন্ত্র বসানোর কাজ আগে শুরু করা হবে। পরিবহন, যাত্রীদের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
দিদির সাইকেলে চেপে টাইগার হিল যাত্রা প্রতীকের
কোড স্ক্যানার বসানোর পর ওই যন্ত্রের সাহায্যেই ভাড়া মেটাবেন যাত্রীরা। প্রতিটি মেট্রো স্টেশনের আলাদা আলাদা কোড থাকবে। যাত্রীরা যেই ফোনে টিকিট কাটবেন সেই ফোনেই ওই কোড কাজ করবে। সেই ফোনে জানাতে হবে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাবেন যাত্রী এবং সাথেই ভাড়া মেটাবেন ফোনেই, এর পরেই ফোনে একটি নির্দিষ্ট কোড আসবে।
Sarbabhauma_Samachar_issue-19_Dated_29_27_2021
প্রতিটি স্টেশনের ক্ষেত্রে কোড হবে আলাদা আলাদা। কোড পাওয়ার পর যাত্রী নির্দিষ্ট স্টেশনের সেই স্ক্যানার কোডের যন্ত্রের সামনে তার কিউআর কোড ধরলেই খুলে যাবে গেট। একইভাবে গন্ত্যবে পৌছেও ওই কোডের মাধ্যমেই গেট খুলে মেট্রো স্টেশন থেকে বেরোতে পারবেন যাত্রী।
নয়া এই প্রযুক্তিতে কাউন্টারে লাইন দিয়ে টোকেন পেতে হবেনা যাত্রীদের। এর মাধ্যমেই ভিড় এড়াতে পারবেন বলে মনে করছেন মেট্রো কতৃপক্ষ।