রাজ্য শিক্ষকদের বদলি পেতে নয়া প্রকল্প ' উৎসশ্রী '

New-project-Utsashree-to-get-transfer-of-state-teachers


রিয়া গিরি : রাজ্যের  শিক্ষক-শিক্ষিকাদের জন্য রাজ্য সরকার থেকে চালু হলো নয়া  প্রকল্প ' উৎসশ্রী'বৃহস্পতিবার এই প্রকল্পের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এই প্রকল্পে যারা নিজের বাড়ির কাছাকাছি বদলি করতে চান,সেই জায়গা সহ আবেদন জানাতে পারবেন রাজ্য শিক্ষা দপ্তরে


শিক্ষক-শিক্ষিকাদের প্রথম থেকেই  চাকরির বদলি নিয়ে অনেক জটিলতার মুখোমুখি হতে হয় তাই তাদের কথা ভেবেই রাজ্য শিক্ষা দপ্তর থেকে এই পরিকল্পনা নেওয়া হলো অনেক ক্ষেত্রেই রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের চাকরি পাওয়ার পরে বাড়ি থেকে পোস্টিং অনেক দূরে হয় সে ক্ষেত্রে অনেকেই চান বাড়ির কাছে অন্য কোনো শিক্ষকের জায়গার সঙ্গে অদল বদল করে নিতে আর সেই সুযোগই পেতে চলেছে এই প্রকল্পেএই প্রকল্পের সাহায্যে বাড়ির কাছাকাছি বদলি চাইলে আবেদন জানাতে পারবেন, রাজ্য শিক্ষক-শিক্ষিকারা


এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উৎসশ্রী প্রকল্পটি শিক্ষকদের জন্য, যারা নিজের জেলায় বা বাড়ির কাছাকাছি বদলি চান তবে একটা স্কুলের ১০ জন শিক্ষককে একই জায়গায় বদলি করা সম্ভব হবে না অর্থাৎ , বেশি সংখ্যক শিক্ষক একই জায়গাতে বদলির আবেদন করলে তা অগ্রাহ্য করা হবে তা সাফ ভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এরকম পরিস্থিতির সৃষ্টি হলে, সে বিষয়ে এডজাস্ট করে দেওয়া হবে

Post a Comment

Previous Post Next Post