ঈশিতা সাহা : আলিপুরদুয়ার বীরপাড়ার বাসিন্দা মদন বিশ্বাস তার নিজের বাড়িতেই গড়ে তুলেছে হরেক রকম মাছের ট্যাংক। শুধু সিঙ্গি মাগুর নয়, ব্ল্যাক ফিশ, গোল্ডফিশ, ছোট-বড় আরো অনেক রকমের মাছ।
বাড়ির উঠোন থেকে শুরু করে ঘরে এমনকি ছাদেও থার্মোকলের ছোট-বড় ট্যাংক তৈরি করা হয়েছে। তাতেই মাছ চাষ হচ্ছে। পাড়ার সকলের কাছেই তার নাম ডাক শোনা যায়। দীর্ঘ আট থেকে দশ বছর ধরে মদন বিশ্বাস এই কাজের সাথে যুক্ত রয়েছে।
করোনা কালে বাইরে কাজের থেকে বাড়িতে বসে এভাবে ট্যাংক তৈরির মাধ্যমে মাছের চাষ বেশ লাভজনক বলা যেতে পারে। তাছাড়া ছোট-বড় সবাই মাছ খেয়ে থাকে, সে দিক থেকে বাড়িতে চাষ করা ও তাতে লাভ হওয়া টাও সোনায় সোহাগা। আর উপকরণ হলো শুধুমাত্র কিছুটা সময় ও মাছ সম্পর্কে সাধারণ ধারণা টুকু।
বর্তমানে মদনের বাড়িতে রয়েছেন তার মা আর তিনি। কাজের সূত্রে মদনকে বাইরে যেতে হলেও মাছ নিয়ে ভাবতে হয় না তাকে। নিয়মিত খাবার টুকু দিয়ে মদনের বিশ্বাসের মাও মাছ গুলিকে বড়ো করতে মদনকে সাহায্য করেন। ভবিষ্যতেও এই কাজের সাথে জুড়ে থাকতেই ইচ্ছুক বলে জানান তিনি।