দাম বাড়ছে মাদার ডেয়ারি দুধের!

 


সুদীপ গুহ : আগামীকাল ১১ জুলাই থেকে কলকাতা সহ দিল্লি, মুম্বাই, নাগপুরে লিটারে টাকা করে দাম বাড়ছে মাদার ডেয়ারি দুধের শেষবার দাম বেড়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে

উল্লেখ্য, ইতিমধ্যেই পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়ে এগিয়ে চলেছে নিজের ছন্দে অন্যদিকে সেঞ্চুরির পথে  ডিজেলও পেট্রোপণ্যের এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে মাদার ডেয়ারি দুধের দাম বৃদ্ধি  হচ্ছে বলে জানা যাচ্ছে কিছুদিন আগে দাম বাড়ে আমুল দুধের এবারে দাম বাড়তে চলেছে মাদার ডেয়ারি দুধেরও

 মূল্যবৃদ্ধির কারণে  দুধের দাম থেকে ১০ শতাংশ হারে বৃদ্ধি পাওয়া এবং অন্যান্য খরচ বৃদ্ধির কারণে আমুল দুধের দাম টাকা বৃদ্ধি পেয়েছে আগেই  এবারে একই কারণে মাদার ডেয়ারি দুধের দাম বৃদ্ধি করা হলো সারা দেশে দুধ পাওয়া যায় প্রায় ১০০টি শহরে সব মিলিয়ে দৈনিক সারাদেশে দুধ বিক্রি হয় প্রায় ৩৫ লক্ষ লিটার

আজ কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুধ সংগ্রহ সহ অন্যান্য খরচ বেড়ে গিয়েছে গত একবছরের দাম বেড়েছে কয়েকগুণ ফলে মূল্যবৃদ্ধির চাপ পড়ছে কোম্পানির ওপর তাই বাধ্য হয়েই লিটারের দাম বাড়াতে বাধ্য হল কোম্পানি

Post a Comment

Previous Post Next Post