সোমনাথ দাস, গাইঘাটা : উত্তর ২৪ পরগনার গাইঘাটা সুটিয়া অঞ্চলে বিজেপি ও অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদান করেছে ৩০০ পরিবার; রবিবার বিকালে এমনটাই দাবী করেছে তৃণমূল। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠ, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস সহ অন্যান্য নেতৃত্ব। মমতা ব্যানার্জীর উন্নয়নের শরিক হতে তৃণমূলে যোগদান করেছেন বলে জানান দলত্যাগীরা।
এ বিষয়ে উত্তর ২৪ পরগনার তৃণমূলের কো-অর্ডিনেটর গোপাল শেঠ
বলেন, বিজেপি দলটা এখন আর নেই। ওদের মিথ্যা ভাওতায় কেউ আর ওদের সঙ্গে থাকতে চাইছে না।
দলে দলে বিজেপি কর্মীরা তৃণমূলের যোগদান করতে চাইছে।
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মন্ডল বলেন, ওখানে
কুড়ি থেকে ত্রিশ জন মানুষ যোগদান করেছে। যারা ভোটের আগে নিজেদের স্বার্থ চরিতার্থ
করতে বিজেপিতে এসেছিল তারাই আবার ফিরে যাচ্ছে। অনেকে ভয় দেখিও যোগদান করাচ্ছে তৃণমূল।
এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা।