আজ থেকে চলবে আরও বেসরকারি বাস

আজ থেকে চলবে আরও বেসরকারি বাস
ঈশিতা সাহা, কলকাতা : বাস ভাড়া কম বেশি নিয়ে বেশ কয়েকবার  রাজ্য পরিবহণ দপ্তরের সঙ্গে বৈঠক হয়েছে বাস মালিকদের। কিন্তু রাজ্য সরকার এখন বাসের ভাড়া বাড়ানোর পক্ষপাতি নয় বলে জানায়। ফলে ভাড়া পরিবর্তন না করেই বৃহস্পতিবার থেকে কলকাতায় বেসরকারি বাস চলাচল শুরু হয়ে যায়। শুক্রবার থেকে আরও বেশি সংখ্যক বাস চলবে বলে জানায় বাস মালিকদের সংগঠন পক্ষ।

রাজ্য সরকার থেকে জানানো হয়, ন্যূনতম ৭ টাকাই ভাড়া নিতে হবে। কিন্তু বাস মালিকদের অভিযোগ, ডিজেলের দাম ১০০ টাকার কাছাকাছি হওয়ায় পুরনো ভাড়ায় বাস চালানো খুবই সমস্যাজনক। তবে বোঝা কিছুটা কম করতেই ডিসেম্বর মাস পর্যন্ত রোড ট্যাক্স মুকুব করা হয়েছে বলে জানায় রাজ্যের পক্ষ থেকে। বৃহস্পতিবার শহরে প্রায় ১ হাজার বেসরকারি বাস নামানো হয়েছিল, শুক্রবার থেকে প্রায় আড়াই হাজার বেসরকারি বাস কলকাতায় নামবে বলে জানানো হয়। ওই বাসগুলোতে যাত্রীদের কাছে ১০ টাকা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে কিন্তু যদি কেউ ৭ টাকা দিতে চান তবে সেক্ষেত্রে কোন জোর করা যাবেনা। অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়ে দিয়েছেন,'এখন মানুষের হাতে এমনিতেই টাকা নেই। তাই বাস ভাড়া বাড়িয়ে সাধারন মানুষকে আর চাপে ফেলা যাবে না'।

Post a Comment

Previous Post Next Post