অম্লিতা দাস : মীরাবাই চানুর জন্য টোকিও অলিম্পিকসে প্রথম পদক জয় ভারতের।
এই বছরেরই অলিম্পিকসে ভারতের একমাত্র ভর উত্তোলক হিসেবে অলিম্পিক সে যোগ দিয়েছিলেন মীরাবাই চানু। চ্যাম্পিয়নশিপে ১১৯ কিলো তুলে পদক পাওয়ার আশা দিয়েছিলেন দেশকে। আশা পূরণও করলেন শনিবার। সোনার পর রুপো। বিশ্ব চ্যাম্পিয়নশিপে কমনওয়েলথ গেমসে সোনার অধিকারী হওয়ার পর রুপো জয় মীরাবাই চানুর।
বাপের বাড়ি না যেতে পেরে, সিলিং ফ্যানে ঝুলে আত্মঘাতী গৃহবধূ
করোনাকালে মীরাবাই চানুর প্রস্তুতিতে
বাধা পড়লেও অলিম্পিকসে কোনো বাধা বুঝতে দেয়নি তার পারফরম্যান্স। ২৬ বছর বয়সে তিনি তাঁর
৪৯ বিভাগে থেকেই শুরু করেছিলেন পথ চলা। অলিম্পিকসে চীনের ঝৌ হৌ এর রেকর্ডের সাথেই রেকর্ড
করলেন মীরাবাই চানু। চীনের ঝৌ হৌ ২১০ গ্রাম ওজন তোলেন আর মীরাবাই তোলেন ২০২ কিলোগ্রাম।
১৯৪ কিলোগ্রাম ওজন তুলে তৃতীয় স্থানে আছেন ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ।
Olympic Medal confirmed for Mirabai Chanu ❤️
— India_AllSports (@India_AllSports) July 24, 2021
Its how amazing how just one line can lift spirits of the whole nation. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/Z4TA0kJYUC
রুপো পদকজয়ী চানুর কৃতিত্বে খুশি গোটা দেশ। টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, "এর থেকে খুশির কিছুই হয় না, মীরাবাই চানুর পারফরম্যান্সে খুশি পুরো ভারত। দেশের সম্মান বাড়িয়েছেন তিনি। ওঁর সাফল্য অনুপ্রাণিত করবে সকল ভারতীয়কে।"
ভয়াবহ বন্যা ও হড়পা বানের মুখে মহারাষ্ট্র, মৃত ৪৭