সুরঙ্গ পথে ডুবছে মেট্রো, মৃত্যুর সংখ্যা ১২

Metro-sinks-in-tunnel-death-toll-rises-to-12

ঈশিতা সাহা : চলন্ত অবস্থায় হঠাৎ করেই মেট্রোর ভিতরে বুক সমান জল। ডুবতে থাকা যাত্রীদের বাঁচার চেষ্টা, এমনই এক মর্মান্তিক ভিডিও প্রকাশ্যে আসে। ঘটনাটি সেন্ট্রাল চিন হেনানে। বর্তমানে ভয়াবহ বৃষ্টি চীনের লাল সংকেত ডেকে এনেছে। যার জেরে মাটির ভিতরে মেট্রোতেও জল ঢুকে যায়। সেখানেই আটকে পড়ে যায় শত মানুষ। 

হঠাৎ করেই মেট্রো ভিতর জল ঢুকে গেলে আলো নিভতে শুরু করে। যাত্রীরাও ভয়ে চিৎকার করতে থাকেন। মেট্রো পরিচালক প্রথমে বুঝতে পারেননি এতটা জল মেট্রো ভিতরে ঢুকে যাবে। কিন্তু চলন্ত অবস্থাতেই হঠাৎ করেই বুক সমান জলের মুখে পড়তে হয় সকলকে। প্রায় ৭০০ জন যাত্রী নিয়ে আটকে যায় ট্রেনটি। পরিস্থিতিতে  যাত্রীরা নেট এর মাধ্যমে প্রশাসনের কাছে খবরটি জানায়। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে উদ্ধার কার্য চালায়। প্রায় ৪০ ঘন্টা আটকে থাকার পর সকলকে উদ্ধার করা সম্ভব হয়।

সোমবার ও মঙ্গলবার টানা দু'দিন হেনান প্রদেশ প্রচুর ঝড় বৃষ্টি হয়। কোথাও বুক সমান আবার কোথাও কাদ সমান জলের মুখে পড়তে হয় এলাকাবাসীদের। ইতিমধ্যে ওই এলাকাসহ আরো কুড়িটি শহর বন্যার কবলে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ১০০ বছরে এরকম ঘটনা দৃশ্য এই প্রথমবার ঘটলো। আটকে যাওয়া ডুবন্ত সুড়ঙ্গের ঘটনাটি ঘটেছে ঝেংঝউ শহরে। বন্যায় উদ্ধারকার্যে নেমেছে চিন সেনা। এখনো পর্যন্ত বন্যায় মৃত্যু ১২ জনের বলে সূত্রে খবর।



Post a Comment

Previous Post Next Post