শহীদ দিবস বনাম শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস

Martyrs-Day-vs-Martyrs-Tribute-Day

রিয়া গিরি : একুশে জুলাই শহীদ দিবসের পাল্টা শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবে গেরুয়া শিবির রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এখন রয়েছেন দিল্লিতে তার নেতৃত্বেই বুধবার দিল্লির রাজঘাটে পালিত হবে শ্রদ্ধাঞ্জলি দিবসশুধুমাত্র রাজধানীতে নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবে বিজেপি সমর্থক কর্মীরা

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন রাজ্য বিজেপি মুখপুত্র শমীক ভট্টাচার্য রাজ্যের মূল বিরোধী দল হিসেবে ইতিমধ্যেই বিজেপি নিজের স্থান দখল করে নিয়েছে তৃণমূলের শহীদ দিবসের পাল্টা কোনো না কোনো কর্মসূচি পালন করতে থাকে বিজেপি, তাই এবারও একুশে জুলাই এর পরিবর্তে তারা পালন করতে চলেছে, শ্রদ্ধাঞ্জলি দিবস যদিও প্রত্যেক বছর পালন হয়ে আসা শহীদ দিবসকে নানা প্রসঙ্গে কটাক্ষ করে আসছে গেরুয়া শিবিরের নেতারা কেউ বলেছেন প্রহসন দিবস কেউবা ডিম ভাত উল্লেখ করে করেছেন নানা কটাক্ষ

শহীদ দিবস পালনের ইতিহাস উঠে আসে,১৯৯৩ সালে বাম জমানায় মৃত শহীদ কর্মীদের উদ্দেশ্যে এবছর সকলের চোখ থাকবেশ্রদ্ধাঞ্জলি দিবসের ওপররাজ্যে নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিল্লি রাজঘাট অবস্থানে বিক্ষোভে বসবেন দিলীপ ঘোষ এই প্রসঙ্গে দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন,"রাজ্যে গণতন্ত্র বিপন্ন ভোট পরবর্তী ২মে ফল প্রকাশের পর রাজ্যে বহু বিজেপি কর্মীরা হিংসায় শিকার হয়েছেন তৃণমূলের শহীদ দিবসে আমরা দলের সেসব নিহত কর্মীদের প্রতি শ্রদ্ধা"

Post a Comment

Previous Post Next Post