প্রথম বাজেট পেসের পরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের



রিয়া গিরি : তৃতীয়বার ক্ষমতায় এসে প্রথম বাজেট পেশ করলেন তৃণমূল সরকার। প্রথম বাজেটে কর্মসংস্থানের উপরে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বিরোধীদের থেকে বিভিন্ন কটাক্ষ শুনতে হয়েছিল মুখ্যমন্ত্রী কে। তাই প্রথম বাজেটেই কর্মস্থান এর উপরে জোর দিয়েছেন অর্থ মন্ত্রক।বুধবার বিধানসভায় অসুস্থতার কারণে অমিত মিত্রের পরিবর্তে বাজেট পেশ করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি ৫ বছরে দেড় কোটি কর্মসংস্থানের আশা দিয়েছেন রাজ্যবাসীর কাছে। বস্তুত রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থান নিয়ে বিরোধীদের মুখ বন্ধ করতে চলেছে রাজ্য সরকার।

'ডবল ডবল চাকরি হবে'এবারে ক্ষমতায় এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় তিনি আগেই ঘোষণা করেছিলেন আগামী পাঁচ বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থান হবে, সেই ঘোষণাই বারংবার তুলে ধরেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন"৫ ই ফেব্রুয়ারি পেস করা অন্তবর্তী বাজেটের  প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আশাবাদী যে, আগামী পাঁচ বছরে ১.৫ কোটি নতুন কর্মসংস্থান গড়ে তুলতে পারব"।

বাজেট পেস করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ৬০ কোটি টাকার বঞ্চনা করেছে  রাজ্য। রীতিমতো তিনি হিসেব দেখিয়েছেন কেন্দ্রের কাছ থেকে কত টাকা পাবে রাজ্য এবং তিনি অভিযোগ করেন দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে  কেন্দ্র। তিনি প্রশ্ন করেছেন"কেন্দ্রীয় বাজেটে কোভিড টিকার জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা    এবং ছিল পিএম কেয়ারস এর টাকা কোথায় গেল?"তিনি এও জানান,কেন্দ্রের কাছে  ৩৩ হাজার ৩১৪ টাকা পাওনা রাজ্যের। যদিও এই টাকাগুলি কেন্দ্র থেকে রাজ্যে এসে এখনো পর্যন্ত পৌঁছায়নি। তাই তার কৈফিয়ৎ চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

Previous Post Next Post