চালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাব উত্তরবঙ্গের কলেজে

চালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাব উত্তরবঙ্গের কলেজে
ঈশিতা সাহা : ভাষার সঠিক উচ্চারণ ও বানান এর ওপর গুরুত্ব দিয়ে এবারে উত্তরবঙ্গে ফালাকাটা কলেজে চালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাব। উচ্চ শিক্ষা দপ্তর থেকে ল্যাবটি তৈরিতে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি রুশা থেকে পরিকাঠামোগত উন্নতির জন্য  আর্থিক অনুদান পেয়েছে ফালাকাটা কলেজ। সেই অনুদান থেকে একটি  বড় অংশ এবং কলেজের নিজস্ব ফান্ডের ৭৮ লক্ষ ৫১ হাজার টাকা খাটিয়ে ল্যাব ও শ্রেণিকক্ষের জন্য দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যে।

বর্তমানে কলেজের দুটি নতুন শ্রেণিকক্ষ নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজটি শেষ হলে ও করোণা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই পড়ুয়াদের জন্য ল্যাবটি চালু করে দেবে বলে জানায় কলেজের কর্তৃপক্ষ। ল্যাঙ্গুয়েজ ল্যাব এর নতুন পদ্ধতি উপভোগের আসায় রয়েছে কলেজ পড়ুয়ারাও।

চালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাব উত্তরবঙ্গের কলেজে
ফালাকাটা কলেজের শিক্ষক ডক্টর হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন,'ভাষাগত ক্ষেত্রে পড়ুয়াদের বিভিন্ন সমস্যার সমাধানে এই ল্যাব তৈরি হচ্ছে। কলেজ পড়ুয়া প্রত্যক্ষভাবে এই লোকটিকে ভাষার সঠিক ব্যবহার জানতে পারবে'।

কলেজ সূত্রে খবর,  দোতলা ভবনে ল্যাবটির কাজ চলছে। কাজ শেষ হলেই ল্যাবের পথ চলা শুরু হবে। সেখানে ভাষাগত অডিও ভিজুয়াল এর জন্য নানা সরঞ্জাম ও বানান শেখার জন্যে হেডফোন ও সাউন্ড বুথ -এর ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভাষার উৎপত্তিগত ইতিহাস সহ প্রামাণ্য পুথি প্রয়োজনীয় নথি সংগ্রহে রাখা হবে।

Post a Comment

Previous Post Next Post