বাড়ানো হচ্ছে কলকাতা মেট্রোর সময় ও সংখ্যা


ঈশিতা সাহা : বর্তমানে  করোনাভাইরাস এ দেশজুড়ে লকডাউন পরিস্থিতির মধ্যে ৯০ মেট্রো চালানোর সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো রেলওয়ে। কিন্তু আগামী সোমবার থেকে এই সংখ্যা বাড়িয়ে দেয় কলকাতা মেট্রো।  এখনথেকে ১০৪ টি মেট্রো অর্থাৎ মোট জোড়া ৫২ টি মেট্রো চলবে কলকাতা শহরে। সংখ্যার সাথে বাড়ানো হয়েছে সময়সীমাও।  প্রথমে সকাল ৭ টা থেকে ১১টা পর্যন্ত চলবে। ৮ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো। ১১ টা থেকে ৩ টে ১৫ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। তারপর আবার চলবে সন্ধ্যায় ৭.১৫ পর্যন্ত।

স্বাভাবিকভাবে পুনরায় চালু হলেও সাধারণ যাত্রীদের জন্য এখনও খুলছেনা মেট্রো। যারা বিশেষ বিশেষ পরিষেবার সাথে যুক্ত রয়েছে তারাই একমাত্র এই পরিষেবা সুযোগ পেতে পারেন। বাসের সংখ্যা কম থাকায় যাত্রীদের অসুবিধায় পড়তে হয় সেজন্যেই মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো রেলওয়ে।

ব্যাঙ্ক কর্মী, বিদ্যুৎ ও পানীয় জলের কর্মী, আদালত কর্মী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, সাংবাদিক,দমকল  প্রভৃতি জরুরী পরিষেবা সাথে যুক্ত যাত্রীরা এইমুহুর্তে মেট্রো পরিষেবা পাচ্ছেন। তবে করোনা সংক্রমণ  এর কথা মাথায় রেখে এখনো বন্ধ আছে টোকেন এর ব্যবস্থা। যাতায়াত করতে হচ্ছে স্মার্ট কার্ডের মাধ্যমেই। রিপোর্ট অনুযায়ী, সোমবার থেকেই এই পরিষেবা চালু হয়ে যাবে। জরুরী পরিষেবা সাথে যুক্ত যাত্রীদের এক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলে জানায় রেল দপ্তর।

Post a Comment

Previous Post Next Post