সোমনাথ দাস : যমুনা নদীর কচুরিপানা থেকে কালী মায়ের প্রকট। খবর চাউর হতেই ভিড় জমিয়েছে আশপাশের কয়েক গ্রামের লোক।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার নারিকেলা গ্রামে যমুনা নদীর কচুরিপানা তুলতে গিয়ে একটি কালী মায়ের মূর্তি পান কয়েকজন শ্রমিক। স্বাভাবিক ভাবে তারা মূর্তিটিকে আবার জলেও ফেলে দেন।
২১ নখ যুক্ত কচ্ছপ যৌতুক চেয়ে শ্রীঘরে বর
কিন্তু ইতিমধ্যে খবর পেয়ে যান এলাকার বাসিন্দারা। গ্রামেরই কয়েকজন নদীতে নামেন মূর্তি খুঁজতে।এরপর রীতিমত নদী থেকে মূর্তিটি তুলে পুজোয় মাতেন গ্রামবাসীরা। মূর্তি পাওয়ার খবর চাউর হতেই মূর্তি দেখতে ভিড় জমায় আশেপাশের গ্রামের লোকেরা।
গাছের নিচে গোটা গ্রাম; বঞ্চিত প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকেও
গ্রামবাসীদের দাবি, এই মূর্তিটি পাথরের তৈরি এবং অন্য সমস্ত মূর্তি থেকে এই মূর্তিটি দেখতে কিছুটা অন্যরকম। তাদের বিশ্বাস কিছুদিন যাবৎ তারা ভাবছেন এলাকার শিব মন্দিরের পাশে কালী মায়ের পুজো করবেন। তারপরেই মূর্তি দর্শন। মা চাইছেন এখানে পূজিত হোক। সেই কারণেই তিনি দর্শন দিয়েছেন গ্রামবাসীদের। গ্রামে একটি মন্দির করে প্রতিবছর মূর্তিটির পুজো করবেন বলেও তারা জানান।