রিয়া গিরি : এ বছরও ভক্ত ছাড়াই চলবে রথ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই, ওড়িশা প্রশাসন গত বছরের মতো এ বছরও একই নির্দেশিকা জারি করেছেন। রথ যাত্রার ২৪ ঘন্টা আগে থেকেই পুরো ওড়িশা জুড়ে থাকবে কারফিউ।ইতিমধ্যে উৎসব শুরু হওয়ার আগে ২৪ ঘণ্টার মধ্যে, আর টি পিসি আর পরীক্ষা করিয়ে কোভিড ১৯ এর নেতিবাচক রিপোর্ট দেখালে তবেই দেওয়া হবে অনুমতি।দেওয়া তবে রথের দড়ি তাদের ক্ষেত্রে ও একই নিয়ম থাকবে।
মন্দির চত্বর ছাড়া আর কোনো জায়গায় রথযাত্রা অনুষ্ঠান করতে দেওয়া হবে না, জানিয়ে দেন প্রশাসন।গত বছরের মতো এ বছরও জগন্নাথ মন্দিরের সামনে বিশাল রাজপথ ছাড়া ,রাজ্যের আর কোথাও রথযাত্রা পালন করতে দেওয়া হয়নি। তবে প্রশাসন থেকে জানানো হয়েছে জগন্নাথ মন্দিরে কেবল পুরোহিতদের কিছু অংশই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। রিপোর্ট নেগেটিভ হলে তবেই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। ভক্ত সমাগমের ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় ওড়িশা সরকার এ বছরও শুধুমাত্র জগন্নাথ মন্দিরে উৎসব পালনের জন্য ছাড়পত্র দিয়েছেন। ২০২০, এর আগে পুরী রথে ভক্তদের লক্ষ-লক্ষ সমাগম হতো কিন্তু গত বছরের মতো এ বছরও সেই ছবিটা দেখা যাবে না।
১০তারিখের মধ্যে পুরি ছাড়ার অনুরোধ করা হয়েছে সমস্ত পর্যটককে।যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ থাকছে। এছাড়াও দোকান খোলার না রাখার নির্দেশ জারি করা হয়েছে। অনেকে রথ যাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেও, নবীন পট্টনায়ক তার অনুমতি দিতে মানা করেছেন। আদালতে পিটিশন জমা দিলেও ওড়িশার প্রধান বিচারপতি, সরকারের নির্দেশিকার ওপর কোনো প্রদক্ষেপ করবেন না বলে জানান।