অম্লিতা দাস : প্রথম খেলায় জয়, দ্বিতীয় খেলায় ফলাফল ২২-২০। এইবার কোয়ার্টার ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেন পি ভি সিন্ধু। রিয়ো অলিম্পিক্সে পাওয়া রুপোর পদককে এবার সোনায় পরিবর্তন করার আশা আছেন তিনি।
শেষ চারে সিন্ধু। পর পর দুইবারই জাপানের ইয়ামাগুচিকে পেছনে ফেলে এগিয়ে এলেন ভারতীয় তারকা। প্রথম খেলায়
২১-১৩ তে পরাজিত হয় ইয়ামাগুচি। দ্বিতীয় খেলায় ২২-২০ তে। একের পর পয়েন্ট জিতেই তাই সেমিফাইনালে সিন্ধু। দ্বিতীয় খেলায় বেশ ভালো ভাবে টক্কর দেন আকানে ইয়ামগুচি। ২০-২০ ব্যবধানের সময় ইয়ামগুচিকে মাটিতে ফেলে জিতে নেন সেমিফাইনালের আসন। পদক থেকে মাত্র এক পা দূরে রিয়ো অলিম্পিক্সের পদকজয়ী।
News Flash:
— India_AllSports (@India_AllSports) July 30, 2021
P.V Sindhu enters Semis after beating home favorite Akane Yamaguchi 21-13, 22-20
What a player @PVSindhu1 #Tokyo2020withIndia_AllSports #Tokyo2020 pic.twitter.com/QEEuzNh9L8
বাকি মাত্র দুটো ম্যাচ। জল্পনা তুঙ্গে। সোনার পদক কি জিততে পারবেন সিন্ধু? শনিবারই পদকজয়ের জন্য ম্যাচ খেলবেন তিনি।